স্টার মুভিজ সিলেক্ট এইচডি
স্টার মুভিজ সিলেক্ট এইচডি একটি ভারতীয় উপগ্রহভিত্তিক টিভি চ্যানেল। চ্যানেলটির মালিক 'স্টার ইন্ডিয়া'। চ্যানেলটি 'স্টার ইন্ডিয়া'র তৃতীয় ইংরেজি ভাষার চলচ্চিত্রভিত্তিক চ্যানেল। চ্যানেলটি ২০১৫ সালের ৯ এপ্রিল যাত্রা শুরু করে। চ্যানেলটি এইচডিতে হলিউডের চলচ্চিত্র প্রচার করে থাকে।[১][২]
স্টার মুভিজ সিলেক্ট এইচডি | |
---|---|
উদ্বোধন | ৯ জুলাই ২০১৫ |
মালিকানা | স্টার ইন্ডিয়া |
দেশ | ভারত |
প্রচারের স্থান | ভারতীয় উপমহাদেশ |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | স্টার গোল্ড, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩, স্টার প্লাস, স্টার মুভিজ, স্টার জলসা, স্টার জলসা মুভিজ, স্টার ভারত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "STAR India goes premium with STAR Movies Select HD"। Business Standard। ৮ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫।
- ↑ "Star India treats English movie buffs to new premiere channel"। The Financial Express। ৮ জুলাই ২০১৫। ১০ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫।