স্ক্লোডোস্কা (মঙ্গল গ্রহের গর্ত)
মঙ্গল গ্রহের গর্ত
স্ক্লোডোস্কা মঙ্গল গ্রহের একটি গর্ত যা ম্যারে অ্যাসিডালিয়াম চতুর্ভুজের ৩৩.৭° উত্তর এবং ২.৯° পশ্চিমে অবস্থিত। এটির ব্যাস ১০৯.৭২ কিলোমিটার (৬৮.২ মা)। পোলিশ রসায়নবিদ এবং প্রথম নারী নোবেল বিজয়ী মারি স্ক্লোডোস্কা ক্যুরির (১৮৬৭-১৯৩৪) নামানুসারে এটির নামকরণ করা হয়েছিল। এই নামকরণটি ১৯৭৩ সালে প্ল্যানেটারি সিস্টেম নামকরণের জন্য গঠিত আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের ওয়ার্কিং গ্রুপ দ্বারা অনুমোদিত হয়েছিল।[১]
![]() নীচের বাম দিকে স্ক্লোডোস্কা, ভাইকিং অরবিটার ১-এর চিত্র | |
গ্রহ | মঙ্গল |
---|---|
স্থানাংক | ৩৩°৪২′ উত্তর ২°৫৪′ পশ্চিম / ৩৩.৭° উত্তর ২.৯° পশ্চিম |
ব্যাস | ১০৯.৭২ কিমি (৬৮.১৮ মা) |
পরিচয়জ্ঞাপক | মারি ক্যুরি |
চিত্রশালাসম্পাদনা
স্ক্লোডোস্কার চিত্রে তার রিম বরাবর অসংখ্য শাখা চ্যানেল দেখা যায়। নিচের কিছু ছবিতে দেখা যাচ্ছে।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Gazetteer of Planetary Nomenclature – Sklodowska"। usgs.gov। Working Group for Planetary System Nomenclature – International Astronomical Union। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৭।