স্কুল শিক্ষা বিভাগ (পশ্চিমবঙ্গ)

স্কুল ও উচ্চ শিক্ষা বিভাগ হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ স্কুল শিক্ষা বিভাগ। এটি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষানীতি বাস্তবায়নের প্রধান কর্তৃপক্ষ।[২]

স্কুল ও উচ্চ শিক্ষা বিভাগ
মন্ত্রক রূপরেখা
যার এখতিয়ারভুক্তপশ্চিমবঙ্গ সরকার
সদর দপ্তরবিকাশ ভবন, ৫ম তলা, সল্টলেক, কলকাতা -৭০০৯১
বার্ষিক বাজেট৩২,৪৯৩ কোটি (US$ ৩.৯৭ বিলিয়ন)[১]
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
মন্ত্রক নির্বাহী
ওয়েবসাইটwbsed.gov.in

কার্যক্রম সম্পাদনা

বিভাগটি হল একটি নোডাল সংস্থা যা রাজ্যের জন্য স্কুল স্তরের শিক্ষার বিভিন্ন দিক দেখাশোনা করে যেমন পাঠ্য বই নির্বাচন, বোর্ড এবং কাউন্সিল গঠন ( পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ), পরিদর্শন, শিক্ষক (সরকারি)/শিক্ষা কর্মীদের নিয়োগ, প্রকল্প বাস্তবায়ন, ভাষা নীতি ও স্কিম, শিক্ষাদান, প্রশিক্ষণ, গবেষণা ইত্যাদির প্রস্তুতি। নিয়মিত বাজেট, অডিট প্রোগ্রাম, স্বীকৃতি, স্কুলের আপ-গ্রেডেশন এবং আইনি বিষয়ও রয়েছে।[৩]

মন্ত্রীগণ সম্পাদনা

বর্তমানে এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী ব্রাত্য বসু[৪]

প্রতিকৃতি নাম কার্যকাল শুরু কার্যকাল শেষ
কান্তি বিশ্বাস ১৯৯৬ ২০০৬
পার্থ দে ২০০৬ ২০১১
  ব্রাত্য বসু ২০ মে ২০১১ ২০ মে ২০১৪
  পার্থ চট্টোপাধ্যায় ২০ মে ২০১৪ ১০ মে ২০২১
  ব্রাত্য বসু ১০ মে ২০২১ বর্তমান

বহিস্থ সংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "West Bengal Budget Analysis 2020-21" 
  2. "School Education"wb.gov.in। সংগ্রহের তারিখ জুন ৭, ২০১৭ 
  3. "Department of School Education, Govt. of West Bengal"wbsed.gov.in। জুন ৮, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ৭, ২০১৭ 
  4. "কঠিন অসুখ, কঠিন সময়ে শিক্ষায় প্রত্যাবর্তন ব্রাত্যর"Ei Samay। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৭