স্কারফেস (১৯৮৩-এর চলচ্চিত্র)
স্কারফেস (ইংরেজি: Scarface) ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন অপরাধ নাট্য চলচ্চিত্র। অলিভার স্টোনের চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করেন ব্রায়ান দে পালমা। এটি হাওয়ার্ড হক্সের ১৯৩২ সালের একই নামের চলচ্চিত্রের পুনর্নির্মাণ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন আল পাচিনো, যাকে কিউবীয় শরণার্থী টনি মন্তানা চরিত্রে দেখা যায়। অন্যান্য চরিত্রে অভিনয় করেন মিশেল ফাইফার, স্টিভেন বয়ার, রবার্ট লজ্জিয়া, এফ. মারে আব্রাহাম, ও ম্যারি এলিজাবেথ মাস্ট্র্যান্টনিও।
স্কারফেস | |
---|---|
Scarface | |
পরিচালক | ব্রায়ান দে পালমা |
প্রযোজক | মার্টিন ব্রেগম্যান |
চিত্রনাট্যকার | অলিভার স্টোন |
উৎস | হাওয়ার্ড হক্স কর্তৃক স্কারফেস |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জোর্জিও মোরোদের |
চিত্রগ্রাহক | জন এ. আলঞ্জো |
সম্পাদক | জেরি গ্রিনবার্গ ডেভিড রে |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ইউনিভার্সাল পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৭০ মিনিট[১] |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $২৫ মিলিয়ন[২] |
আয় | ৳৬৫.৯ মিলিয়ন[৩] |
১৯৮৩ সালের ৯ই ডিসেম্বর মুক্তির পর চলচ্চিত্রটি ৪৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করে বক্স অফিসে সফলতা অর্জন করে। অতিরিক্ত দাঙ্গা ও মাদক ব্যবহার প্রদর্শনের জন্য শুরুর দিকে ছবিটির সমালোচনামূলক প্রতিক্রিয়া নেতিবাচক ছিল।
কুশীলব
সম্পাদনা- আল পাচিনো - টনি মন্তানা
- স্টিভেন বয়ার - মানি রিবেরা
- মিশেল ফাইফার - আলভিরা হ্যানকক
- রবার্ট লজ্জিয়া - ফ্রাঙ্ক লোপেজ
- ম্যারি এলিজাবেথ মাস্ট্র্যান্টনিও - জিনা মন্তানা
- পল শেনার - আলেয়ান্দ্রো সোসা
- এফ. মারে আব্রাহাম - ওমর সুয়ারেজ
- মিরিয়াম কোলন - মামা মন্তানা
- হ্যারিস ইউলিন - মেল বার্নস্টাইন
- আনহেল সালাজার - চি-চি
- পেপে সের্না - আনহেল ফের্নান্দেস
- মাইকেল পি. মোরান - নিক
- আল ইসরায়েল - হেক্টর
- মার্ক মার্গোলিস - আলবের্তো
- জেনো সিলভা - স্কাল
- ডেনিস হোলাহান - জেরি
- টেড বেনিয়াদেস - সিডেলবম
- গ্রেগ হেনরি - চার্লস গডসন
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Scarface"। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৮।
- ↑ "Scarface (1983) - Financial Information"। দ্য নাম্বারস। ৬ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৮।
- ↑ "Scarface (1983) (1983)"। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে স্কারফেস (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে স্কারফেস (ইংরেজি)
- মেটাক্রিটিকে স্কারফেস (ইংরেজি)
- রটেন টম্যাটোসে স্কারফেস (ইংরেজি)