সোয়াংলা হল ভারতের হিমাচল প্রদেশের লাহৌল এবং স্পিতি জেলায় পাওয়া একটি উপজাতি সম্প্রদায়। তারা প্রাথমিকভাবে লাহৌল মহকুমার পট্টন অঞ্চলে বসতি স্থাপন করে। ভারতের আদমশুমারি অনুসারে, সোয়াংলা উপজাতির জনসংখ্যা ৯,৬৩০ জন (পুরুষ ৪,৮২৯ এবং মহিলা ৪,৮০১)। [১]

তথ্যসূত্র সম্পাদনা