সোফিয়া মাত্রোইয়ান্নি

ইতালীয় সমলয় সাঁতারু

সোফিয়া মাত্রোইয়ান্নি (ইতালীয়: Sofia Mastroianni; জন্ম: ২ আগস্ট ২০০১) হলেন একজন ইতালীয় সমলয় সাঁতারু, যিনি ইতালির প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[]

সোফিয়া মাত্রোইয়ান্নি
ব্যক্তিগত তথ্য
জন্ম (2001-08-02) ২ আগস্ট ২০০১ (বয়স ২৩)[]
দেসিয়ো, ইতালি
ক্রীড়া
দেশইতালি
ক্রীড়াসাঁতার
ধরনসমলয় সাঁতার

মাত্রোইয়ান্নি ইতালির হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

সোফিয়া মাত্রোইয়ান্নি ২০০১ সালের ২রা আগস্ট তারিখে ইতালির দেসিয়োতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

খেলোয়াড়ি জীবন

সম্পাদনা

মাত্রোইয়ান্নি ইতালির প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি লিন্দা চেররুতি, মার্তা ইয়াকোয়াচ্চি, এনরিকা পিক্কোলি, লুক্রেৎসিয়া রুজ্জেইরো, ইসোত্তা স্পোর্তেল্লি, জুলিয়া ভেরনিচে এবং ফ্রাঞ্চেস্কা জুনিনোর সাথে ইতালির দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[] তারা প্রতিযোগিতাটির টেকনিকাল রুটিনে ২৭৭.৮৩০৪, ফ্রি রুটিনে ৩২৬.১৫০০ এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে ২৪১.৯৮৬৬ পয়েন্ট অর্জন করেছিলেন, যার ফলে সর্বমোট ৮৪৫.৯৬৭ পয়েন্ট নিয়ে তারা ৮ম স্থান অধিকার করেছেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪ 
  2. "MASTROIANNI Sofia" [সোফিয়া মাত্রোইয়ান্নি]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪ 
  3. "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা