সোনু আনন্দ শর্মা

ব্যাডমিন্টন খেলোয়াড়

সোনু আনন্দ শর্মা (জন্ম ৮ই মার্চ ১৯৭৫) হলেন একজন প্রাক্তন ভারতীয় বধির ব্যাডমিন্টন খেলোয়াড়।[১] তিনি জন্মগতভাবে বধির ও মূক। জন্মের সময় তাঁর উভয় কানে ১০০% শ্রবণ প্রতিবন্ধকতা ছিল।[২] তিনি ১৯৯৭ এবং ২০০৯ সালে দুবার ডেফলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

সোনু আনন্দ শর্মা
ব্যক্তিগত তথ্য
দেশ ভারত
জন্ম (1975-03-08) ৮ মার্চ ১৯৭৫ (বয়স ৪৯)
নতুন দিল্লি, দিল্লি, ভারত
পদকের তথ্য
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
মহিলাদের ব্যাডমিন্টন
ডেফলিম্পিকস
স্বর্ণ পদক - প্রথম স্থান কোপেনহেগেন ১৯৯৭ দল

সম্মাননা সম্পাদনা

২০১৯ সালের মার্চ মাসে, আন্তর্জাতিক নারী দিবসের সাথে মিলিয়ে এবং কাকতালীয়ভাবে তাঁর ৪৬তম জন্মদিনে তাঁকে দিল্লি সরকার এবং দিল্লি কমিশন ফর উইমেন সোসাইটি দ্বারা নারী শক্তি পুরস্কারের একজন প্রাপক হিসাবে সম্মানিত করা হয়েছিল।[৩][৪] তিনি এই প্রাসঙ্গিক মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে ছিলেন প্রথম বধির মহিলা।[৫]

ক্রীড়া জীবন সম্পাদনা

সোনু আনন্দ শর্মা ১৯৯৭ সালের গ্রীষ্মকালীন ডেফলিম্পিকে তাঁর প্রথম বধির অলিম্পিক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণপদক জয় করেন, এখানে অন্যান্য বিশিষ্ট খেলোয়াড় যেমন রাজীব বাগ্গা এবং রোহিত ভাকেরও অংশ নিয়েছিলেন। তিনি ২০০৯ গ্রীষ্মকালীন বধির অলিম্পিকেও অংশ নিয়েছিলেন কিন্তু সেখানে কোন পদক জিততে পারেন নি।[৬]

কর্মজীবন সম্পাদনা

আন্তর্জাতিক এবং ঘরোয়া পর্যায়ে ব্যাডমিন্টন খেলা থেকে অবসর নেওয়ার পর, অল ইন্ডিয়া স্পোর্টস কাউন্সিল অফ দ্য ডেফ (এআইএসসিডি) ভারতের একজন মহিলা প্রতিনিধি হিসেবে তাঁকে নির্বাচিত করেছিল,[৭] বধিরদের জন্য আন্তর্জাতিক ক্রীড়া কমিটির অন্যতম সদস্য হিসেবে যোগদান করার জন্য।[৩][৮] এই প্রথম কোনো মহিলাকে এমন পদে নির্বাচিত করা হয়েছিল। তারপরে, তাঁকে ব্যাডমিন্টনের জন্য সাম্মানিক টেকনিক্যাল ডিরেক্টর করা হয়।[৭] তিনি ২০১৭ গ্রীষ্মকালীন বধির অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী ব্যাডমিন্টন দলের অন্যতম প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন।[৯]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

সোনু বিয়ে করেছেন সোমেশ শর্মাকে, যিনি একজন জাতীয় পর্যায়ের ক্রিকেটার। তাঁদের দুটি সন্তান রয়েছে, যাদের নাম সোম্যা শর্মা এবং সক্ষম শর্মা।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sonu Anand SHARMA"deaflympics.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০৮ 
  2. "'I Am Not An Alien', Sonu Anand Sharma's Journey With Deafness"HerZindagi English (ইংরেজি ভাষায়)। ২০২২-১১-২১। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-৩১ 
  3. "International deaf and mute badminton player honoured by DCW - Times of India ►"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০৮ 
  4. "Delhi Commission for Women celebrates grit, fortitude; honours 28"। ৮ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৩ 
  5. "Sonu Anand Sharma, 1st deaf women to win Delhi government's Nari Shakti Award, has proven everyone wrong"newzhook.com (ইংরেজি ভাষায়)। ২ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০৮ 
  6. "Welcome to All India Sports of the Deaf"www.aiscd.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০৮ 
  7. "'I Am Not An Alien', Sonu Anand Sharma's Journey With Deafness"। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৩ 
  8. "ICSD establishes Women in Sports Commission"www.ciss.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০৮ 
  9. "SAI clears Deaflympics contingent"The Hindu (ইংরেজি ভাষায়)। Special Correspondent। ২০১৭-০৬-২৪। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০৮