সোনার বাংলা সার্কাস

সোনার বাংলা সার্কাস বাংলাদেশের পাঁচ সদস্য বিশিষ্ট একটি সাইকেডেলিক রক ব্যান্ড,[] যা ২০১৮ সালের গঠিত হয়। গঠনের প্রায় দেড় বছর পর প্রথম অ্যালবাম 'হায়েনা এক্সপ্রেস' ইউটিউবে প্রকাশ করে[]

সোনার বাংলা সার্কাস
উদ্ভবঢাকা, বাংলাদেশ
ধরনরক, সাইকেডেলিক রক
সদস্য
  • প্রবর রিপন—(ভোকালিস্ট ও গিটারিস্ট)
  • সাদ চৌধুরী—(কি-বোর্ড)
  • শাকিল হক—(বেজ গিটার)
  • শেঠ পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ—(গিটারিস্ট)
  • হাসিন আরিয়ান-(ড্রামার)
প্রাক্তন
সদস্য
দেওয়ান এনামুল হাসান রাজু-(ড্রামার)

দেশের নানা প্রান্তে স্টেজ পারফরম্যান্স করে এরই মাঝে জনপ্রিয়তা পেয়েছে দলটি। তবে এই ব্যান্ডের জনপ্রিয়তা কলকাতার মঞ্চে পৌঁছেছে[]

ইতিহাস

সম্পাদনা

২০১৮ সালের মে মাসে পাঁচজন সদস্য নিয়ে গঠিত হয় সোনার বাংলা সার্কাস ব্যান্ডটি। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির মাঠে কনসার্ট করে প্রথম অ্যালবামের ঘোষণা দেয়ার কথা থাকলেও করোনাকালে তা হয়ে ওঠে নি।[] তাই ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাদের প্রথম অ্যালবাম হায়েনা এক্সপ্রেস প্রকাশের ঘোষণা দেয়। ফেব্রুয়ারীর ২৯ তারিখে প্রথম গান হায়েনা এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউবে প্রকাশ হয়। পরবর্তীতে ২০২১ সালের ২৪শে নভেম্বর টিএসসিতে প্রথম সলো কনসার্ট করে। তাদের ২য় অ্যালবাম 'মহাশশ্মান'এর কাজ চলছে। 'হায়েনা এক্সপ্রেস' অ্যালবাম এর গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকেই আবার মানবসভ্যতার পুর্নজন্ম হবে।[]

অ্যালবামসমূহ

সম্পাদনা

হায়েনা এক্সপ্রেস (২০২০)

সম্পাদনা

সকল গানের গীতিকার প্রবর রিপন।

নং.শিরোনামদৈর্ঘ্য
১."হায়েনা এক্সপ্রেস"৬:২০
২."মৃত্যু উৎপাদন কারখানা"৯:০৭
৩."অন্ধ দেয়াল"৫:৩৮
৪."সূর্যের অন্ধকার"৬:৫৭
৫."আমার নাম অসুখ"৬:৩৯
৬."ক্রমশ"৫:৫৯
৭."পারফিউমের ফেলে দেওয়া বোতল"৫:০১
৮."আত্মহত্যার গান"৬:১০
৯."এপিটাফ"৬:৪৪
মোট দৈর্ঘ্য:৫৮:৫৮

তথ্যসূত্র

সম্পাদনা
  1. হোসেন, মকফুল (২০২৪-০৬-১১)। "শিল্পীরা কেউ কারও চেয়ে শ্রেষ্ঠ নন: প্রবর রিপন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৬ 
  2. Shonar Bangla Circus (২০২০-০২-২৮)। "01. Hyena Express - Shonar Bangla Circus" 
  3. BonikBarta। "কলকাতা মাতাচ্ছে সোনার বাংলা সার্কাস"কলকাতা মাতাচ্ছে সোনার বাংলা সার্কাস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৬ 
  4. শারমিন, জিনাত (২০২০-০৯-১৭)। "নিজের পায়ে নিজে কুড়াল মারার গল্পগুলো তুলে ধরতে চায় 'সোনার বাংলা সার্কাস'"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১২ 
  5. "01. Hyena Express - Shonar Bangla Circus"