সোনাইকুণ্ডি নীলকুঠি

কুষ্টিয়া জেলায় অবস্থিত একটি নীলকুঠি

সোনাইকুণ্ডি নীলকুঠি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় অবস্থিত একটি নীলকুঠি। ইংরেজ নীলকর ক্রুফড ১৮১৫ সালে নীলকুঠিটি নির্মাণ করেছিলেন।[১]

সোনাইকুণ্ডি নীলকুঠি
অবস্থানসোনাইকুণ্ডি, হোগলবাড়ীয়া ইউনিয়ন, দৌলতপুর উপজেলা, কুষ্টিয়া জেলা
অঞ্চল৭.৮ একর (৩২,০০০ মি)
নির্মিত১৮১৫; ২০৮ বছর আগে (1815)
নির্মাণের কারণনীলচাষের জন্য

ইতিহাস

সম্পাদনা

একসময় কুষ্টিয়া জেলার মাটিজলবায়ু নীলচাষের উপযোগী ছিল যার মধ্যে দৌলতপুরের অঞ্চল ছিল অন্যতম। ইংরেজ নীলকর ক্রুফড ১৮১৫ সালে দৌলতপুরে নীলচাষ শুরু করেন। তিনি রাজস্ব আদায়ের জন্য সোনাইকুণ্ডি গ্রামে তার রাজস্ব দপ্তর প্রতিষ্ঠিত করেন।

অবস্থান

সম্পাদনা

নীলকুঠিটি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি গ্রামে অবস্থিত। দৌলতপুর থেকে এর দুরত্ব প্রায় ১০ কিলোমিটার।

নীলকুঠি ভবন

সম্পাদনা

নীলকুঠী ভবন ঠিক কত সালে নির্মিত হয়েছে তা জানা যায় না। ভবনের গঠনেও কোনো বিশেষ বৈশিষ্ট্য নেই। ভূমি থেকে ভবনটির উচ্চ ৩ ফুট। বারান্দায় চার জোড়া স্তম্ভ সহ মোট ১৩টি স্তম্ভ রয়েছে। বর্তমানে নীলকুঠির ভবনটি ইউনিয়নের ভূমি কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সোনাইকুণ্ডি নীলকুঠি ভবন
কারিগরী বিবরণ
তলার সংখ্যা
অন্যান্য তথ্য
কক্ষ সংখ্যা২০

গ্রন্থপঞ্জিকা

সম্পাদনা
  • মোঃ রেজাউল করিম (ডিসেম্বর ২০২২)। কুষ্টিয়ার প্রত্ননিদর্শন। ৩৮/২ক বাংলাবাজার, ঢাকা ১১০০: গতিধারা। পৃষ্ঠা ‌১২০–১২২। আইএসবিএন 978-984-8950-41-8 

তথ্যসূত্র

সম্পাদনা
  1. প্রতিনিধি, কুষ্টিয়া (২০১৮-০৭-০২)। "কালের সাক্ষী কুষ্টিয়ার সোনাইকুন্ডি নীলকুঠি"ডেইলি সংগ্রাম ষ। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-৩১