সোকুশিনবুটসু () এক প্রকারের বৌদ্ধ মমি। এটি আত্মমমিকরণ পদ্ধতি। যাতে ব্যক্তি নিজেই বেচে থাকতে নিজেকে মমি তৈরি করতে থাকে। বৌদ্ধ সন্যাসীরা নিজ জীবদ্দশায় আত্মমমিকরণ শুরু করে। মারা যাবার পর তাদের দেহ মমি হিসেবে সংরক্ষিত হয়। [১] এই ধরনের মমি সাধারনত বৌদ্ধ ধর্ম প্রধান দেশগুলোতে দেখা যায়। বর্তমানে এটি আইনত দন্ডনীয়। তবুও অনেক সন্যাসী আইন ভেঙে এটি করার চেষ্টা করেন।

থাইল্যান্ডে এক বৌদ্ধ সন্যাসীর মমি

ধারণা করা হয় যে শত শত বৌদ্ধ সন্যাসী আত্ম মমিকরণ করেছেন কিন্ত তাদের মধ্যে মাত্র ২৪ টি মমি পাওয়া।[২]

পদ্ধতি সম্পাদনা

নিজেকে মমি করে রাখার জন্য বৌদ্ধ সন্যাসীরা এক বিশেষ খাদ্যাভ্যাস আবিষ্কার করেছিলেন। প্রথম একশো দিন শুধুমাত্র ফলমূল ও পানি খেতে হয়। তারপর একশো দিন শুধুমাত্র শুকনো শস্যদানা খেতে হয়। ফলে বডি ফ্যাট শূণ্য হয়ে যায়। এরপরের একশো দিন চূড়ান্ত পর্যায়। এই কদিনে সন্যাসীরা বিভিন্ন গাছের ছালের রস খায়। বিশেষ করে তুলসী রস খায়। তুলসী রসের মারাত্মক বিষাক্ত বৈশিষ্ট দেহের সকল ব্যাকটেরিয়া মেরে ফেলে। ফলে দেহে পচন ধরেনা। এতদিনে সন্যাসী মৃত্যুকোলে ঢুলে পড়ে। এভাবেই তার দেহ মমি হিসেবে সংরক্ষিত হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Jeremiah, Ken. Living Buddhas: The Self-mummified Monks of Yamagata, Japan. McFarland, 2010
  2. Aaron Lowe (২০০৫)। "Shingon Priests and Self-Mummification" (পিডিএফ)। Agora Journal। ২০১৩-০৮-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১২-১৪