সেভিল বিশ্ববিদ্যালয়

সেভিল বিশ্ববিদ্যালয় (ইউনিভার্সিদাদ দি সেভিলা) সেভিল, স্পেন এর মধ্যে একটি বিশ্ববিদ্যালয়। এটি ১৫০৫ খ্রিস্টাব্দে কলেজীয় সান্তা মারিয়া দে জেসুস নামে প্রতিষ্ঠিত হয়। এর ৬৫,০০০ সংখ্যক বর্তমান ছাত্র ধারণ ক্ষমতা আছে, এবং দেশের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম।

সেভিল বিশ্ববিদ্যালয়
Universidad de Sevilla
সেভিল বিশ্ববিদ্যালয়ের সীল
ধরনসরকারি
স্থাপিত১৫০৫
শিক্ষার্থী৭৩,৩৫০
অবস্থান, ,
অধিভুক্তিPEGASUS
ওয়েবসাইটসরকারী ওয়েবসাইট
মানচিত্র
বিশ্ববিদ্যালয়ের প্রধান অবকাঠামো

ইতিহাস সম্পাদনা

সেভিল বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠিত সময় ১৫ শতকের তারিখ বা সময়কাল দেয়া হয় যখন ক্যাথলিক মোনার্স (Catholic Monarchs) এলাকাটি মোর্স( Moors) থেকে উদ্ধার করে। এটা মূলত কলেজীয় দে সান্তা মারিয়া দে যীশু বলা হয়। ১৫০৫ খ্রিস্টাব্দে এটিকে একটি অনুশীলন বিশ্ববিদ্যালয় হিসাবে নিশ্চিত করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি প্রযুক্তি ও বিজ্ঞান গবেষণার জন্য পরিচিত। [১]

সংগঠন সম্পাদনা

লাইব্রেরি সম্পাদনা

লাইব্রেরি প্রায় ৭৭৭,০০০ ভলিউম ধারণ করে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Historia"। ৬ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৬ 
  2. "Libraries and museums - Spain"। Nationsencyclopedia.com। সংগ্রহের তারিখ ২০১৩-১০-২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা