সেন্ট জনস্টোন ফুটবল ক্লাব

সেন্ট জনস্টোন ফুটবল ক্লাব (সাধারণত সেন্ট জনস্টোন এফসি নামে পরিচিত) হচ্ছে পার্থ ভিত্তিক একটি স্কটিশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্কটল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ স্কটিশ প্রিমিয়ারশিপে খেলে। এই ক্লাবটি ১৮৭২ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়েছে। সেন্ট জনস্টোন এফসি তাদের সকল হোম ম্যাচ পার্থের ম্যাকডায়ারমিড পার্কে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১০,৬৯৬। বর্তমানে এই ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন স্টিভ ব্রাউন। স্কটিশ রক্ষণভাগের খেলোয়াড় জেসন কের এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

সেন্ট জনস্টোন
পূর্ণ নামসেন্ট জনস্টোন ফুটবল ক্লাব
ডাকনামদ্য সেন্টস
প্রতিষ্ঠিত১৮৮৪; ১৪০ বছর আগে (1884)
মাঠম্যাকডায়ারমিড পার্ক
ধারণক্ষমতা১০,৬৯৬[]
সভাপতিস্কটল্যান্ড স্টিভ ব্রাউন
ম্যানেজারখালি
লিগস্কটিশ প্রিমিয়ারশিপ
২০১৯–২০৬ষ্ঠ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, সেন্ট জনস্টোন এফসি এপর্যন্ত ৯টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৭টি স্কটিশ চ্যাম্পিয়নশিপ, ১টি স্কটিশ কাপ এবং ১টি স্কটিশ চ্যালেঞ্জ কাপ শিরোপা রয়েছে।

ঘরোয়া

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "St Johnstone Football Club"। Scottish Professional Football League। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৩ 
  2. ১৯৭৫ সালের পূর্বে দ্বিতীয় বিভাগ হিসাবে পরিচিত।

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:সেন্ট জনস্টোন ফুটবল ক্লাব টেমপ্লেট:স্কটিশ প্রিমিয়ারশিপ