সূর্য্য (২০২৪-এর চলচ্চিত্র)

শিলাদিত্য মৌলিক পরিচালিত ২০২৪-এর চলচ্চিত্র

সূর্য্য ২০২৪ সালের একটি বাংলা ভাষার ভারতীয় প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন শিলাদিত্য মৌলিক। ইনোভেটিভ ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন প্রদীপ চক্রবর্তী। প্রধান চরিত্রে অভিনয় করেছে বিক্রম চট্টোপাধ্যায়, মধুমিতা সরকারদর্শনা বণিক। যা ১৯শে জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।[১][২]

সূর্য্য
প্রচারণা পোস্টার
পরিচালকশিলাদিত্য মৌলিক
প্রযোজকপ্রদীপ চক্রবর্তী
চিত্রনাট্যকারশীলাদিত্য মৌলিক
শ্রেষ্ঠাংশে
সুরকারলয়-দ্বীপ
চিত্রগ্রাহকঅয়ন শীল
সম্পাদকঅনির্বাণ মাইতি
প্রযোজনা
কোম্পানি
ইনোভেটিভ ফিল্মস
মুক্তি
  • ১৯ জুলাই ২০২৪ (2024-07-19)
দেশভারত
ভাষাবাংলা

ছবির বেশিভাগ শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গে। ছবির সংগীত পরিচালনা করেছে লয়-দ্বীপ।[৩] বেশ কিছু সংবাদ মাধ্যম মারাঠি ছবি 'দেবা' ও মালয়ালম ছবি 'চার্লি'র সঙ্গে এই ছবির বিষয়বস্তুর মিল রয়েছে বলে দাবি করে।[৪][৫] সিনেমায় চারটি গান রয়েছে। যা গেয়েছেন শিলাজিৎ, কিঞ্জল, তিমির ও সোমলতা। পরিচালক ও প্রসেন লিখেছেন গানের কথা।[৪]

পটভূমি

সম্পাদনা

বিয়ে থেকে পালিয়ে উমা এসে একটি পুরনো অ্যাপার্টমেন্টে ওঠে। সেখানে সূর্য নামে এক ভবঘুরে থাকত কিছু বছর আগে। কাগজপত্র ঘেঁটে ঊমা খুঁজে পায় একটি গ্রাফিক নভেল। আর তা পড়েই ঊমার আগ্রহ জাগে সূর্য আর তার বন্ধুদের ওপর। সূর্যের পদাঙ্ক অনুসরণ করে ঊমা তার বন্ধু, তাদের কাজ সম্পর্কে জানতে পারে। এরপরে ছবির মোড় নিতে থাকে।[৬]

অভিনয়শিল্পী

সম্পাদনা

নির্মাণ

সম্পাদনা

প্রথমদিকে মধুমিতা সরকারবিক্রম চট্টোপাধ্যায়ের সাথে দ্বিতীয় নাইকা হিসেবে সন্দীপ্তা সেন ও পরে রাজনন্দিনী পাল কে নেওয়ার গুঞ্জন হলেও দর্শনা বণিক কে নেওয়া হয়।[৭] শ্যুটিং শুরু হওয়ার এই ছবির নাম ‘কে প্রথম কাছে এসেছি’ রাখা হলেও, টিজার মুক্তির সময়, চলচ্চিত্রের নাম বদলে ‘সূর্য’ রাখা হয়।[৮]

২০২৩ সালের সেপ্টেম্বরে শিলাদিত্য সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা করেছিলেন । তবে সময়ের কিছুটা আগেই শুটিং শুরু করছেন। অরুণাচল প্রদেশে চলচ্চিত্রের বেশ কিছু দৃশ্যের চিত্রধারণ করা হয়।[৭]

মুক্তি

সম্পাদনা

চলচিত্রটি ২০২৪ সালের ১৯শে জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

২০২৪ সালের ১৫ জুন মোশন পিকচার [৯] এবং ২০শে জুন ইউটিউবে চলচ্চিত্রের ট্রিজার প্রকাশ করা হয়।[১০]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নতুন জুটি বিক্রম-মধুমিতা!"সময় নিউজ। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২৪ 
  2. Bharat, E. T. V. (২০২৪-০৬-১৩)। "একদিকে মধুমিতা, অন্যদিকে দর্শনা; কোন নায়িকাকে বাছবেন বিক্রম? উত্তর দেবে 'সূর্য' - Vikram Chatterjee"ETV Bharat News। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৪ 
  3. "বিক্রম-মধুমিতা জুটির নতুন ছবি, পোস্টার রিলিজেই কাঁপছে নেটদুনিয়া"Eisamay। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৪ 
  4. "ভেজা শরীরে সিগারেটে সুখটান বিক্রমের, ভিডিও শেয়ার করে বিশেষ ঘোষণা অভিনেতার"sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৪ 
  5. "নায়িকার জলকেলিতে দর্শক অভ্যস্ত, বিক্রম ভিজে গায়ে সেই হিসেব বদলে দিতে আসছে: শিলাদিত্য"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২৪ 
  6. Ananda, A. B. P. (২০২৪-০৬-২০)। "'কুলের আচার'-এর পরে ফের জুটি মধুমিতা-বিক্রমের, আসছে নতুন প্রেমের গল্প"bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৪ 
  7. "সন্দীপ্তা, রাজনন্দিনীকে ছেড়ে শিকে ছিঁড়ল দর্শনার! অরুণাচল প্রদেশে শুটিং শুরু শিলাদিত্যের নতুন ছবির"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২৪ 
  8. Ghosh, Aditya (২০২৪-০৬-২১)। "কুলের আচারের পর আবার একসঙ্গে বিক্রম-মধুমিতা, সঙ্গী দর্শনা"Kolkata24x7। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৪ 
  9. "পাহাড়ি পথে মধুমিতার কোলে শুয়ে বিক্রম, টলিপাড়ায় নতুন প্রেমের চর্চা, ব্য়াপার কী?"Hindustantimes Bangla। ২০২৪-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৪ 
  10. Innovative Films (২০২৪-০৬-১৯)। "SURJO | Official Teaser| Vikram C | Madhumita S | Darshana B | Shieladitya Moulik | Innovative Films"। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা