সূর্য্যশেখর গঙ্গোপাধ্যায়

ভারতীয় দাবা খেলোয়াড়

দাবায় শ্রেষ্ঠ বাঙালিপ্রতিভাসূর্য্যশেখর গঙ্গোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি দাবাড়ূ, এবং দাবার গ্র্যান্ড মাস্টার। সূর্য্যশেখর কলকাতায় জন্মগ্রহণ করেন এবং তার শিক্ষা কলকাতার স্কটিসচার্চ স্কুলে। ৫ বছর বয়স থেকে দাবা ও ক্যারাটে শিক্ষা শুরু করেন। অনূর্ধ্ব ১০ ও ১২ বয়সী জাতীয় প্রতিযোগীতায় একাধিকবার ভারত চাম্পিয়ন হয়েছেন। মাত্র ১১ বছর বয়সে তিনি একজন গ্র্যান্ড মাস্টার কে হারিয়ে রেকর্ড করেন। তিনি ১৩ বছর বয়সে তখনের নামকরা রাশিয়ান দাবাড়ুর সঙ্গে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জাতীয় চ্যাম্পিয়ন শিপ এ টানা ৬ বার জিতে জাতীয় রেকর্ড করেন। দাবা বিশ্বকাপে একাধিকবার অংশগ্রহণ করলেও এখনো পর্যন্ত সফল হননি।

সূর্য্যশেখর গঙ্গোপাধ্যায়