বার্লিজ সুসান ক্যারিজো এসকান্দেলা হলেন একজন ভেনেজুয়েলীয় মডেল এবং সুন্দরী প্রতিযোগিতার শিরোপাধারী, যিনি চীনের সানিয়ায় অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০০৫ভেনেজুয়েলার প্রতিনিধি ছিলেন। [১] তিনি ২০০৫-এ কোস্টা ওরিয়েন্টালের প্রতিনিধিত্ব করে জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতা মিস ভেনিজুয়েলা ২০০৫ এ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং মিস ওয়ার্ল্ড ভেনিজুয়েলা ২০০৫ এর খেতাব জিতেছিলেন, তিনি সেরা হাসির পুরস্কারও জিতেছেন।

সুসান ক্যারিজো
জন্ম
বার্লিজ সুসান ক্যারিজো এসকান্দেলা

(1984-04-24) ২৪ এপ্রিল ১৯৮৪ (বয়স ৪০)
লাগুনিলাস, জুলিয়া, ভেনিজুয়েলা
উচ্চতা১.৭৭ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
চুলের রংকালো
চোখের রংসবুজ

২৩ জুন, ২০০৮-এ ইতালির জেসোলোতে অনুষ্ঠিত মিস ইতালিয়া নেল মন্ডো ২০০৮ সুন্দরী প্রতিযোগিতায় ক্যারিজো তার দেশের প্রতিনিধিত্ব করেছিলেন, যেখানে তিনি শীর্ষ ২৫ চুড়ান্ত তালিকাভুক্ত হয়েছিলেন। [২] [৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Jictzad Viña ganó la carrera del Miss Venezuela"। El Universal। ২০০৯-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৫-০৯-১৬ 
  2. "Una paraguaya logra el cetro de Miss Italia nel Mondo 2008"। Ultima Hora। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-২৪ 
  3. Miss Italy in the World 2008 at Pageantopolis[অধিগ্রহণকৃত!]

বাহ্যিক লিঙ্ক

সম্পাদনা