সুলভ সমাচার

বাংলা সাপ্তাহিক পত্রিকা

সুলভ সমাচার ছিল কলকাতা থেকে প্রকাশিত একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা। ১৯ শতকের বাংলায় অগ্রণী সাংবাদিকদের উদ্যোগ এটি প্রকাশিত হতো।

সুলভ সমাচার
ধরনসাপ্তাহিক পত্রিকা
সম্পাদকউমানাথ গুপ্ত
প্রতিষ্ঠাকাল১৮৭০
রাজনৈতিক মতাদর্শনা
ভাষাবাংলা
সদর দপ্তরকলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
প্রচলন৮,০০০

ভারতীয় সংস্কার সমিতি সম্পাদনা

কেশব চন্দর সেন ১৮৭০ সালে ইংল্যান্ড থেকে ফিরে ভারতীয় সংস্কার সমিতি প্রতিষ্ঠা করেন। যে জিনিসগুলি তাকে মুগ্ধ করেছিল তার মধ্যে একটি হল সংবাদপত্রের অপরিমেয় শক্তি, বিশেষ করে ইংল্যান্ডের দৈনিক সংবাদপত্র। সমিতির সস্তা সাহিত্য বিভাগের উদ্দেশ্য ছিল সস্তা পত্রিকা প্রকাশের মাধ্যমে জনসাধারণের মধ্যে প্রয়োজনীয় ও বৈজ্ঞানিক তথ্য প্রচার করা।

সস্তা সংবাদপত্র সম্পাদনা

১৮৭০ সালের ১৬ নভেম্বর সুলভ সমাচার শুরু হয়। এটির দাম ছিল এক পিস (মুদ্রার ক্ষুদ্রতম একক)। জনসাধারণের কাছে তথ্য পৌছানোর জন্য এই সস্তা জার্নালের প্রথম সম্পাদক ছিলেন উমানাথ গুপ্ত। তখন কলকাতায় প্রায় ডজন খানেক একই ধরনের সংবাদপত্র ছিল।

প্রাথমিকভাবে ১,০০০ কপি ছাপা হয়েছিল। প্রচলনের দুই সপ্তাহে ৫,০০০ এবং দুই মাসে সংখ্যা ৮,০০০-এ পৌছায়। পত্রিকার পাঠক ছিলো সাধারণ মানুষ যারা তাদের আশেপাশে ঘটছে এমন ঘটনাগুলির জানার জন্য আগ্রহের সাথে পড়তো।

প্রাথমিকভাবে বিজ্ঞান ও বৈজ্ঞানিক ব্যাখ্যা, মানবদেহের রোগ ও তাদের প্রতিকার এবং দ্রব্যমূল্য, শহর ও গ্রামাঞ্চলের সাধারণ খবর ছাড়াও সাপ্তাহিকটি কৃষকদের করুণ অবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সাধারণ মানুষের উন্নতি ও শিক্ষার ব্যবস্থা, জমিদারি প্রথার অপব্যবহার এবং জমিদারদের শোষণ, ব্রিটিশ প্রশাসনের অপব্যবহার, বৃটিশ প্রশাসনের গুরুত্ব ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছিল।

উৎস সম্পাদনা

  • History of the Brahmo Samaj by Sivanath Sastri, Sadharan Brahmo Samaj, 211 Bidhan Sarani, Kolkata – 700 026.
  • Keshub Chunder Sen: A Study in Encounter and Response by Kashinath Kayal, Minerva Associates (Publications) Pvt. Ltd., 7B Lake Place, Kolkata 700 029.
  • Keshub Chunder Sen by P.K.Sen, Centenary Committee, Peace Cottage, 84 Upper Circular Road, Kolkata.