সুরেন্দ্র নাথ (১৯২৬ [১] - ৯ জুলাই ১৯৯৪) ১৯৯১ সালের আগস্ট থেকে জুলাই ১৯৯৪ পর্যন্ত পাঞ্জাবের রাজ্যপাল ছিলেন। ১৯৯৩ সালের নভেম্বর থেকে ১৯৯৪ সালের জুলাই পর্যন্ত তিনি হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্বে ছিলেন। তিনি ছিলেন ক্যারিয়ারের ভারতীয় পুলিশ পরিষেবার অফিসার। [২][৩][৪] ১৯৯৪ সালে তিনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তখনও তিনি রাজ্যপাল হিসাবে ছিলেন। তার বাবা ছিলেন মহাশে রাজপাল, রঙ্গিলা রসুলের প্রকাশক।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Khushwant Singh: A History of the Sikhs: 1839-2004, Vol. 2, Oxford University Press, 2004, p. 482
  2. "GOVERNORS OF HIMACHAL PRADESH"। Raj Bhavan Himachal Pradesh। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৪ 
  3. "A tragic loss Governor of Punjab Surendra Nath dies in plane crash"। India Today। ৩১ জুলাই ১৯৯৪। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৪ 
  4. "Punjab"। www.worldstatesmen.org। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৪