সুরাট মেট্রো একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা, যা গুজরাতেরাট শহরের জন্য প্রস্তাবিত। কেন্দ্রীয় সরকার ১১ মার্চ ২০১৯ সালে সুরাট মেট্রো রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে, যার মধ্যে ২ টি মেট্রো রেল করিডোর রয়েছে এবং মেট্রো করিডোর দুটির মোট দৈর্ঘ্য ৪০.৩৫ কিলোমিটার। প্রকল্পটিতে ৫ বছরের মধ্যে আনুমানিক খরচ হবে ১২,০২০.৩২ কোটি টাকা।

সুরাট মেট্রো
সংক্ষিপ্ত বিবরণ
অবস্থানসুরাট, গুজরাত
পরিবহনের ধরনদ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা
লাইনের (চক্রপথের)
সংখ্যা
২ (পর্যায়- ১)
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
৩৭
চলাচল
পরিচালক সংস্থাগুজরাত মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড
রেলগাড়ির দৈর্ঘ্য৩ কোচ
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য৪০.৩৫ কিলোমিটার (২৫.০৭ মা)
রেলপথের গেজ১,৪৩৫ এমএম (৪ ফুট ৮ ১⁄২ ইঞ্চি)
স্ট্যান্ডার্ড গেজ
বিদ্যুতায়ন৭৫০ ভোল্ট ডিসি তৃতীয় রেল

উন্নয়ন সম্পাদনা

আগস্ট ২০১২ সালে, সুরাট পৌর কর্পোরেশন (এসএমসি) মেট্রো প্রকল্পের জন্য চারটি রেল রুট প্রস্তাব করেছিল।[১][২] ২০১৭ সালের জানুয়ারিতে গুজরাত সরকার দুটি করিডোড অনুমোদন করেছিল। করিডোর দুটি হল- সার্থানা, ভারাচহ থেকে ড্রিম সিটি (২২ কিলোমিটার বা ১৪ মাইল) এবং বৈশান ডিপো থেকে সারলি (১৮ কিলোমিটার বা ১১ মাইল) পর্যন্ত বিস্তৃত।

অবস্থা সম্পাদনা

  • ০৯ মার্চ ২০১৯: পাবলিক ইনভেস্টমেন্ট বোর্ড (পিআইবি) ১২ হাজার কোটি টাকার সুরাট মেট্রো রেল প্রকল্পের অনুমোদন দেয়।[৩]
  • ১১ মার্চ ২০১৯: কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিত হয় ৪০.৫৫ কিলোমিটারের সুরাট মেট্রো রেল প্রকল্প।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "SMC to check feasibility of four Metro routes". DNA India. 2 August 2012. Retrieved 7 August 2012.
  2. "Narendra Modi announces state's approval to Surat Metro train project"। DeshGujarat.com। ১১ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৩ 
  3. "PIB has approved the DPR of Surat Metro"। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৮ 
  4. "DPR approved by Union govt"। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা