সুবাশি ( তুর্কি: subaşı , আলবেনীয়: subash , সার্বীয়: subaša ) ছিল উসমানীয় দাপ্তরিক পদের নাম যা প্রেক্ষাপটের উপর নির্ভর করে উসমানীয় পদের বিভিন্ন অবস্থা বর্ণনায় ব্যবহৃত হতো।[১] এই পদের উপাধিটি উসমানীয় তিমার ধারকদের দেওয়া হতো যাদের বার্ষিক বেতন ১৫০০০ আকচের বেশি ছিল[২] বা সানজাক-বে-এর সহকারীদের জন্য ব্যবহৃত হতো।[৩] এছাড়া অটোমান সাম্রাজ্যের শহর বা দুর্গের সেনাপতির জন্যও ব্যবহৃত হত, যা পুলিশ প্রধানের প্রাচীন সংস্করণ।[৪]

বলকান পরিবারগুলির মধ্যে উপাধিটি, সুবাসা বা সুবাস নামে পাওয়া যায়।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Skripta za studente: OSMANSKO CARSTVO Temeljni pojmovi i državno uređenje (Croatian ভাষায়)। Sveučilište u Zadru (Zadar Univerzity)। 
  2. Spandouginos, Theodōros (১৯৭৭)। On the origin of the Ottoman emperors। Cambridge University Press। পৃষ্ঠা 124। আইএসবিএন 0-521-58510-4 
  3. Ćirković ও 2004 ১১২
  4. Kenneth Setton (১৯৭৬–১৯৮৪), The Papacy and the Levant, 1204-1571, four volumes, American Philosophical Society, আইএসবিএন 978-0-87169-114-9 
  5. Kenneth Setton (১৯৭৬–১৯৮৪), The Papacy and the Levant, 1204-1571, four volumes, American Philosophical Society, আইএসবিএন 978-0-87169-114-9, ... সুবাশি (ভেন সুবাসি) শহর বা দুর্গের কমান্ড্যান্ট ছিল, যেখানে তিনি নিরাপত্তা কর্মকর্তা বা পুলিশ প্রধানের দায়িত্ব পালন করতো। 

উৎস সম্পাদনা