শব্দোত্তর গতিবেগ
(সুপারসনিক থেকে পুনর্নির্দেশিত)
শব্দোত্তর গতিবেগ হলো শব্দের চেয়েও দ্রুত কোনো বস্তুর যাওয়ার গতি। অর্থাৎ শব্দ যে গতিতে যায় তারচেয়েও দ্রুততর গতিকে সুপারসনিক গতি বলে।
অতীতে ব্যবহারসম্পাদনা
বিংশ শতাব্দীর শুরুতে "সুপারসনিক" শব্দটি বিশেষণ হিসেবে শব্দের চেয়েও বেশি কম্পনের জিনিস বোঝাতে ব্যবহৃত হতো। বর্তমানে তার পরিবর্তে "আল্ট্রাসনিক" শব্দটি ব্যবহৃত হয়।
শব্দোত্তর বস্তুসম্পাদনা
বুলহুইপকে মানবসৃষ্ট প্রথম যান হিসেবে মনে করা হয় যা শব্দের গতির প্রতিবন্ধকতা ভাঙতে পেরেছে। মূলত এর মধ্য দিয়ে প্রবাহিত তরঙ্গই একে শব্দোত্তর গতিবেগ লাভ করতে সক্ষম করেছে।[১][২]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ আমেরিকান সাইনটিস্টস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ মার্চ ২০১৬ তারিখে (ইংরেজি)
- ↑ হাইপোগ্রাফি ডট কম ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ ফেব্রুয়ারি ২০১২ তারিখে (ইংরেজি)
বহিঃসংযোগসম্পাদনা
- ম্যাথপেজ - শব্দের গতি (ইংরেজি)
- ডেসিবল লেবেলের তালিকা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] (ইংরেজি)