সুপারম্যান

ডি সি কমিক্সের চরিত্র

সুপারম্যান (ইংরেজি: Superman) একটি কাল্পনিক কমিক চরিত্র। এর নির্মাতা ১৯৩২ সালে আমেরিকান লেখক জেরি সিগাল এবং জোই শাস্টার, যা পরে তারা ডিটেকটিভ কমিকস (বা ডিসি কমিকস) এর কাছে ১৯৩৮ সালে বিক্রি করে দেন। চরিত্রটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৮ সালের জুন মাসে একশন কমিকসের প্রথম সংখ্যায়। পরবর্তীতে নানান রেডিও চ্যানেল, টেলিভিশন সিরিয়াল, চলচ্চিত্র, সংবাদপত্রের স্ট্রিপ বা ভিডিও গেইমে এর বহুল ব্যবহার দেখা যায়। সুপারম্যান তার ব্যাপক সাফল্যের মাধ্যমে সুপারহিরো সিরিজের এক নতুন ধারা চালু করে। চরিত্রের পোশাকটি বিশেষভাবে স্বতন্ত্র্য: লাল, নীল ও হলুদের মিশ্রণে তৈরি পোশাকটি বুকে ‘S’ ফলকটি ধারণ করে আছে।[][]

সুপারম্যান
ডিসি কমিকস থেকে প্রকাশিত সুপারম্যান সিরিজের প্রথম সংখ্যার শেষ পৃষ্ঠার ছবি
প্রকাশনার তথ্য
প্রকাশকডিসি কমিকস
প্রথম আবির্ভাবঅ্যাকশন কমিকস#১
(জুন ১৯৩৮)
নির্মাতাজেরী সিগাল এবং জোই শাস্টার
কাহিনীর তথ্য
অন্য সত্তাকাল-এল/ক্লার্ক যোসেথ কেন্ট
উৎপত্তি স্থানক্রিপটন
দলের অন্তর্ভুক্তিডেইলি প্লানেট
জাস্টিস লীগ
লিজন অফ সুপার হিরোজ
টীম সুপারম্যান
ব্ল্যাক ল্যানটার্ন কর্পস
হোয়াইট ল্যানটার্ন কর্পস
সহযোগীব্যাটম্যান
ওয়ান্ডার ওম্যান
উল্লেখযোগ্য ছদ্মনামগ্যাং বাস্টার, জর্ডান ইলিয়ট, নাইট উইং, সুপার্নোভা, সুপারবয়, দ্য ব্লার, সুপারম্যান প্রাইম, কমান্ডার এল
ক্ষমতা
  • অতিমানবীয় শক্তি, ক্ষিপ্রতা, শারীরিক কসরৎ দেখানোর ক্ষমতা, খালি হাতে লড়াই করার ক্ষমতা, এক্সরে ভিশন, হিট ভিশন, অসাধারণ বুদ্ধিমত্তা, আশ্চর্য পর্যবেক্ষণী শক্তি, অণুবীক্ষণ ক্ষমতা, উড্ডয়ন ক্ষমতা, অতিমানবীয় খতপুরতি

কমিকটির কাহিনী অনুযায়ী সুপারম্যান ক্রিপটন গ্রহে জন্মগ্রহণ করে। সে সময় তার নাম ছিল ক্যাল-এল। ক্রিপটন ধ্বংস হবার আগ মুহুর্তে তার বাবা তাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। আমেরিকার ক্যানসাস শহরের এক কৃষক ও তা স্ত্রী তাকে খুঁজে পায়। সেখানে সে ক্লার্ক কেন্ট নামে শৃংখলার সাথে বড় হতে থাকে। ছোটবেল থেকেই তার নানা অতিমানবীয় ক্ষমতা দেখা যায় এবং বড় হবার সাথে সাথে সে এ ক্ষমতা দিয়ে মানুষের উপকার করতে থাকে।

পাদটীকা

সম্পাদনা
  1. Wallace, Daniel (২০০৬)। The Art of Superman Returns। Chronicle Books। পৃষ্ঠা 22আইএসবিএন 0811853446  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  2. "Designing Man of Steel's costume"Manila Standard। Philippines News। জুলাই ২১, ২০০৬। ৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৩, ২০০৮  September 3, 2008.

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা