সুদ
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(ডিসেম্বর ২০১৯) |
অর্থনীতির পরিভাষায় সুদ হলো অর্থ বা সম্পদ ধার নেয়ার জন্য প্রদান করা "ভাড়া"।[১] ঋণদাতা ঋণপ্রদানের জন্য এই সুদ ধার্য করে থাকে।[২] মূলত যে পরিমাণ অর্থ ধার দেয়া হয়েছে, তাকে বলা হয় মূল, এবং এই মূল এর যত অংশ একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে সুদ হিসাবে প্রদান করতে হয়, তাকে সুদের হার বলে। ইসলাম ধর্মে সুদকে রিবা বলে, যা হারাম এবং এর ৭০ টি গুনাহ রয়েছে।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Interest"। Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২২-০১-১৯।
- ↑ "Interest"। Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২২-০১-১৯।