সুখেন দে (ভারোত্তোলক)

সুখেন দে (জন্ম: ২৮ শে মার্চ ১৯৮৯) একজন ভারতীয় ভারোত্তোলকতিনি স্কটল্যান্ডের গ্লাসগোতে ২০১৪ কমনওয়েলথ গেমসে পুরুষদের ৫৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছিলেন এবং এর আগে ২০১০ সালে দিল্লির কমনওয়েলথ গেমসে একই বিভাগে রৌপ্য পদক জিতেছিলেন। [১] ২০১০ কমনওয়েলথ গেমসে মালয়েশিয়ার মোহাম্মদ পিসল জুলহিমি রৌপ্য পদক এবং গণেশ মালি ব্রোঞ্জ পদক জয় করেছিলেন। [২]

সুখেন দে
ব্যক্তিগত তথ্য
জন্ম নামসুখেন দে
জাতীয়তাভারতীয়
জন্ম (1989-03-28) ২৮ মার্চ ১৯৮৯ (বয়স ৩৫)
আন্দুল
উচ্চতা১.৬৮ মি (৫ ফু ৬ ইঞ্চি) (2014)
ওজন৫৬ কেজি (১২৩ পা) (2014)
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়াভারোত্তোলন
বিভাগ৫৬ কেজি
পদকের তথ্য
Men's ভারোত্তোলন
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
কমনওয়েলথ গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৪ গ্লাসগো ৫৬ কেজি
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১০ দিল্লী ৫৬ কেজি
25 July 2014 তারিখে হালনাগাদকৃত

সুখেন দের জন্ম পশ্চিমবঙ্গের হাওড়ার আন্দুলে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Glasgow 2014 - Sukhen Dey Profile"। ২৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২১ 
  2. "Glasgow 2014: India bag 7 medals on day 1, Sukhan won gold"Patrika Group। ২৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৪