সুখদেব সিং কং (১৫ মে ১৯৩১ - ১২ অক্টোবর ২০১২) ২৫ জানুয়ারী ১৯৯৭ থেকে ১৮ এপ্রিল ২০০২ সাল পর্যন্ত কেরলের চৌদ্দতম রাজ্যপাল ছিলেন। তিনি ১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীকালে তাকে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি পদে পদোন্নতি ও বদলি করা হয়, তিনি ১৯৮৯ সালের ২৪ অক্টোবর থেকে ১৯৯৩ সালের ১৪ ই মে এই পদে অধিষ্ঠিত ছিলেন। [] তাঁর আমলে ই কে নয়নার এবং এ কে অ্যান্টনি কেরালার মুখ্যমন্ত্রী ছিলেন। কেরালার রাজ্যপাল হিসাবে তাঁর দায়িত্ব পালনের পরে, ১৯৯৩ সালে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিযুক্ত হন। তারপরে তিনি অবসর গ্রহণ করেন। [][]

দীর্ঘ অসুস্থতার পরে কং ৮১ বছর বয়সে ২০১২ সালের ১২ অক্টোবর চন্ডীগড়ে মারা যান। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Jammu and Kashmir High Court"। ৩ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "High Court of Punjab and Haryana" 
  3. "Sukhdev Singh Kang gives Doctorate"। ৭ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ 
  4. "Former Kerala Governor Sukhdev Kang passes away"। NDTV। সংগ্রহের তারিখ ২০১২-১০-১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা