সুখদেও ভগত

ভারতীয় রাজনীতিবিদ

সুখদেও ভগত ছিলেন ঝাড়খণ্ড কংগ্রেসের সভাপতি ও লোহারদাগা জেলার লোহারদাগা আসনের প্রতিনিধিত্ব করা এমএলএ। তিনি ২০১৯ সালে বিজেপিতে যোগদান করেন এবং ২০১৯ সালের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী রামেশ্বর ওরাওনের কাছে হেরে যান। [১][২]

কর্মজীবন

সম্পাদনা

২০১৫ সালের নির্বাচনে সুখদেও ভগত লোহারদাগা আসনে জয়ী হয়েছিলেন, বিজেপি-সমর্থিত অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের (এজেএসইউ) প্রার্থী নিরু ভগতকে পরাজিত করে। [৩] তিনি মে ২০১৩ সালে ঝাড়খণ্ড কংগ্রেসের সভাপতি হন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Sukhdeo Bhagat appointed Jharkhand Congress president" 
  2. "Sukhdeo Bhagat wins Lohardaga assembly by-election" 
  3. "Congress MLA Sukhdeo Bhagat takes oath in Jharkhand Assembly"। ৩০ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২