সি সি গোহাইন

রাজনীতিবিদ

সি কে গোহাইন (জন্ম: চৌকাম, লোহিত জেলা, ১৯৩১, মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি ২০১৪) ভারতের অরুণাচল প্রদেশের ভারতীয় রাজনীতিবিদ ছিলেন। ১৯৭১ সালে তিনি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি কর্তৃক উত্তর-পূর্ব সীমান্ত সংস্থা থেকে লোকসভার সদস্য মনোনীত হয়েছিলেন। এর আগে তিনি ডেয়িং এরিংয়ের মৃত্যুর পরে ১৯৭০ সালে নেফা থেকে চতুর্থ লোকসভার সদস্য মনোনীত হয়েছিলেন।

পেশায় তিনি একজন কৃষিবিদ এবং সমাজসেবী ছিলেন। তিনি নেফা শাখার বয় স্কাউটস এবং গার্লস গাইডের চিফ কমিশনার ছিলেন। তিনি নেফার সমাজকল্যাণ উপদেষ্টা বোর্ডের সদস্য ছিলেন। তিনি লোহিত বোধি সোসাইটি এবং খাম্পি কাউন্সিলের সেক্রেটারি ছিলেন এবং ট্রাইবাল ওয়েলফেয়ার টিম্বার বোর্ড এবং নেফা সংগামের চেয়ারম্যান ছিলেন। [১]

তিনি ১৭ ফেব্রুয়ারি ২০১৪ এ মারা যান। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Lok Sabha Members Bioprofile-"। Lok Sabha Secretariat, New Delhi। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭ 
  2. "Tuki condoles former MP CC Gohain's death"WebNewsIndia। UNI। ১৭ ফেব্রুয়ারি ২০১৪। ২২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭