সি ভি শ্রীধর

ভারতীয় চলচ্চিত্র পরিচালক
(সি. ভি. শ্রীধর থেকে পুনর্নির্দেশিত)

সি ভি শ্রীধর (১৯৩৩-২০০৮) ভারতের তামিল চলচ্চিত্র জগতের একজন নামকরা পরিচালক ছিলেন। চলচ্চিত্র পরিচালনা ছাড়াও তিনি চলচ্চিত্র প্রযোজনা এবং চিত্রনাট্য পরিচালকের কাজও করেছেন। প্রায় ৬০টির মতো চলচ্চিত্রে যুক্ত ছিলেন তিনি যেগুলোর প্রায় সব তামিল এবং গুটিকয়েক হিন্দি আর তেলুগু।[২][৩]

সি ভি শ্রীধর
CV Sridhar 2013 stamp of India.jpg
২০১৩ সালের একটি স্মারক ডাকটিকিটে শ্রীধরের ছবি
জন্ম
চিত্তামুর বিজয়রাঘব শ্রীধর

(১৯৩৩-০৭-২২)২২ জুলাই ১৯৩৩
মৃত্যু২০ অক্টোবর ২০০৮(2008-10-20) (বয়স ৭৫)[১]
পেশা
  • চলচ্চিত্র পরিচালক
  • প্রযোজক
  • চিত্রনাট্য পরিচালক
কর্মজীবন১৯৫৯-১৯৯১
দাম্পত্য সঙ্গীদেবসেনা
পিতা-মাতাবিজয়রাঘব রেড্ডিয়ার
তায়ারাম্মাল
আত্মীয়সি ভি রাজেন্দ্র (ভাই)

শ্রীধরের বাড়ি তামিলনাড়ু রাজ্যের মধুরান্থকের কাছে একটি গ্রাম চিত্তামুর থেকে। তিনি সেন্ট জোসেফ হাই স্কুল, চেঙ্গলপাট্টুতে পড়াশোনা করেছিলেন। ৭ম শ্রেণীতে পড়ার সময় থেকেই তিনি নাটক লেখা ও অভিনয় শুরু করেন।

শ্রীধর মাত্র ১৮ বছর বয়সে, তিনি রথপাসম নামে একটি তামিল নাটক লিখেছিলেন, যা টি কে শানমুগাম অনেক জায়গায় মঞ্চস্থ করেছিলেন। পরবর্তীতে এই নাটকটি জুপিটার পিকচার্স দ্বারা একটি চলচ্চিত্রে পরিণত হয়। সেই সিনেমার সংলাপ লিখেছেন শ্রীধর। পিম্মতা ১৯৫৬ সালে এভি ইয়াম এই ছবিটি তৈরি করেছিলেন। প্রোডাকশন অশোক কুমার এবং কিশোর কুমারকে হিন্দিতে 'ভাই ভাই' শিরোনামে প্রযোজনা করেছিলো। সেই ছবির চিত্রনাট্য ও সংলাপও তিনি রচনা করেছিলেন। পরে তিনি মডার্ন থিয়েটার, ভেনাস পিকচার্স ইত্যাদি কোম্পানিতে কাজ করেন। পরে তিনি চিত্রালয় নামে একটি নিজস্ব কোম্পানি শুরু করেন এবং কিছু চলচ্চিত্র নির্মাণ করেন।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Tamil film director Sridhar passes away"The Indian Express। ২০ অক্টোবর ২০০৮। ২২ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১১ 
  2. "Sridhar – Director, producer, producer, script writer, nenjil oru aalayam, vennira aadai, ratha pasam, ilamai oonjal aadugiradhu, ooty varai uravu, kadhalikka naeramillai, gala..."www.nilacharal.com। ১৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০০৯ 
  3. "Veteran Director Sridhar Passes Away"www.indiaglitz.com। ২২ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগসম্পাদনা