সি. বি. জামান

বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা

সি. বি. জামান হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও মডেল। চলচ্চিত্র পরিচালনা ছাড়াও তিনি অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সি. বি. জামান
পেশাচলচ্চিত্র পরিচালক, অভিনেতা, মডেল

জীবনী সম্পাদনা

সি. বি. জামান আসামের গৌরীপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইমাদুর রহমান চৌধুরী ও মায়ের নাম শরীফা খাতুন।[১] তিনি মুরারিচাঁদ কলেজে পড়াশোনা করেছেন।

সি. বি. জামান ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্র পরিচালনা করেছেন।[২][৩][৪] তার পরিচালিত চলচ্চিত্র পুরস্কার ১৯৮৩ সালে পাঁচ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।[৫] এছাড়া, তিনি উজান ভাটিকুসুম কলি র মত চলচ্চিত্র পরিচালনা করেছেন। চলচ্চিত্র দুইটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য নির্বাচিত হয়েছে।[৬][৭] তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র কুসুম কলি ১৯৯০ সালে মুক্তি পেয়েছিল।[৮][৯]

চলচ্চিত্র পরিচালনা ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র অরুণ বরুণ কিরণ মালা[১] এছাড়া, তিনি দুইটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন।

সি. বি. জামান ফাতেমা জামানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[১] তাদের একমাত্র পুত্রের নাম চৌধুরী ফরহাদুজ্জামান।

নির্বাচিত চলচ্চিত্র তালিকা সম্পাদনা

পরিচালক সম্পাদনা

অভিনেতা সম্পাদনা

  • অরুণ বরুণ কিরণ মালা[১]
  • ইয়ে করে বিয়ে[১]
  • চেনা অচেনা[১]
  • দিন যায় কথা থাকে[১]
  • ত্রিরত্ন[১]
  • এক টাকার বউ[১]
  • নীল আঁচল[১]
  • ভালোবাসার শেষ নেই[১]
  • বিয়ের প্রস্তাব[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'প্রমোদকার'-এর একজন"ইত্তেফাক। ২৩ মার্চ ২০১৭। ২৮ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯ 
  2. "হাসপাতালে চিত্রপরিচালক সি.বি. জামান"সমকাল। ২০ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯ 
  3. "গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নির্মাতা সি বি জামান"আমাদের সময়। ২০ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯ 
  4. "চলচ্চিত্র পরিচালক সি বি জামান হাসপাতালে"আরটিভি। ২০ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯ 
  6. "উজান ভাটি"বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯ 
  7. "কুসুম কলি"বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "স্ট্রোক করে হাসপাতালে নির্মাতা সি বি জামান"চ্যানেল আই। ২০ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯ 
  9. "হাসপাতালে প্রখ্যাত নির্মাতা সিবি জামান"বাংলাদেশ প্রতিদিন। ২১ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯