ভগিনী শহর

(সিস্টার সিটি থেকে পুনর্নির্দেশিত)

ভগিনী শহর হচ্ছে দুই ভৌগোলিকভাবে আলাদা এবং রাজনৈতিকভাবে পৃথক জনবসতির মধ্যে একধরনের আইনি বা সামাজিক চুক্তি, যার মাধ্যমে উভয় বসতির মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ককে উন্নীত করা হয়।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Clarke, N। "Town Twinning in Britain since 1945: A Summary of findings" (পিডিএফ)School of Geography, University of Southampton। ২৯ জুলাই ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৩