সিলেট সিটি কর্পোরেশনের মেয়র

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বা সিলেটের মেয়র বা সিসিক মেয়র হলেন বাংলাদেশের সিলেট শহরের সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র। সিলেট মহানগর পরিচালনের জন্য প্রতিষ্ঠিত সিটি কর্পোরেশন এখানকার নগরপ্রশাসন ও স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার সংস্থা। মেয়র সিটি কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন এবং তিনি প্রতি পাঁচ বছর পরপর নাগরিকের সরাসরি ভোটে নির্বাচিত হন। মেয়রের অনুপস্থিতিতে সিটি কর্পোরেশন এর কার্যপরিচালনার জন্য একজন প্রশাসক থাকেন।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র
সিলেট সিটি কর্পোরেশনের লোগো.png
দায়িত্ব
আরিফুল হক চৌধুরী

১৯ জুন ২০১৩ থেকে
সিলেট সিটি কর্পোরেশন
সম্বোধনরীতিমাননীয় মেয়র
অবস্থানগর প্রধান
সংক্ষেপেসিসিক মেয়র
যার কাছে জবাবদিহি করেস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
আসননগর ভবন, সিলেট
মনোনয়নদাতাসরাসরি ভোটে নির্বাচিত
নিয়োগকর্তাবাংলাদেশের প্রধানমন্ত্রী
মেয়াদকাল৫ বছর
গঠন৩১ জুলাই ২০০১; ২১ বছর আগে (2001-07-31)
বেতনবার্ষিক ৳ ১০,২০,০০০
ওয়েবসাইটসিলেট সিটি কর্পোরেশন

মেয়রদের তালিকাসম্পাদনা

ক্রমিক আলোকচিত্র নাম পদবী যোগদান অব্যাহতি দল তথ্যসূত্র
  বদর উদ্দিন আহমেদ কামরান মেয়র ২০ মার্চ, ২০০৩ ১৫ জুন, ২০১৩ বাংলাদেশ আওয়ামী লীগ <[১]
আরিফুল হক চৌধুরী মেয়র ১৯ জুন, ২০১৩ বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল [১]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "পূর্বতন মেয়রবৃন্দের কার্য তালিকা"সিলেট সিটি কর্পোরেশন। ১৫ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২০