সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১
বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সমিতি
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে একটি। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিলেট বিভাগের সিলেট জেলায় ৬টি জোনাল অফিস, ১টি সাব-জোনাল অফিস এবং ১৭টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালের ১০ আগস্ট।[১][২]
সিলেট পবিস-১ | |
নীতিবাক্য | গ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন |
---|---|
গঠিত | ১০ আগস্ট ১৯৮৬ |
ধরন | সরকারি |
পেশাগত উপাধি | পল্লী বিদ্যুৎ সমিতি |
সদরদপ্তর | গোটাটিকর, কদমতলী, সিলেট |
অবস্থান |
|
যে অঞ্চলে | সিলেট জেলা |
পরিষেবা | বিদ্যুৎ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
সম্পৃক্ত সংগঠন | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
ওয়েবসাইট | pbs1 |
ইতিহাস
সম্পাদনাসিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিবন্ধিত হয় ১৯৮৬ সালে এবং যাত্রা শুরু হয় ১৯৯০ সালে। এ সমিতির অধীনে ৮টি উপজেলা, ৬৫টি ইউনিয়ন ও ২৩৪৫টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর সিলেটের কদমতলীতে অবস্থিত।[১]
জোনাল অফিসসমূহ
সম্পাদনাএ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:
- জকিগঞ্জ জোনাল অফিস
- গোলাপগঞ্জ জোনাল অফিস
- বিয়ানীবাজার জোনাল অফিস
- ওসমানীনগর জোনাল অফিস
- ফেঞ্চুগঞ্জ জোনাল অফিস
- বিশ্বনাথ জোনাল অফিস[১]
সাব-জোনাল অফিসসমূহ
সম্পাদনা- বালাগঞ্জ সাব-জোনাল অফিস[১]
অভিযোগ কেন্দ্র
সম্পাদনা- জালালপুর অভিযোগ কেন্দ্র
- দক্ষিণ সুরমা অভিযোগ কেন্দ্র
- শাহগলী অভিযোগ কেন্দ্র
- কালিগঞ্জবাজার অভিযোগ কেন্দ্র
- মাথিউরা অভিযোগ কেন্দ্র
- গোডাউনবাজার অভিযোগ কেন্দ্র
- মাদ্রাসাবাজার অভিযোগ কেন্দ্র
- সাদিপুর অভিযোগ কেন্দ্র
- সুনামপুর অভিযোগ কেন্দ্র
- ঢাকা দক্ষিণ অভিযোগ কেন্দ্র, # বাঘা অভিযোগ কেন্দ্র
- শরিফগঞ্জ অভিযোগ কেন্দ্র
- ভাদেশ্বর অভিযোগ কেন্দ্র
- বৈরাগীবাজার অভিযোগ কেন্দ্র
- হাবড়াবাজার অভিযোগ কেন্দ্র
- রামধানা অভিযোগ কেন্দ্র
- উমরপুর বাজার অভিযোগ কেন্দ্র[১]
গ্রাহক সংখ্যা
সম্পাদনাসিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চার লক্ষের অধিক গ্রাহক রয়েছে।[১]
অন্তর্ভুক্ত উপজেলা
সম্পাদনাএ পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত উপজেলাগুলো হচ্ছে:
- দক্ষিণ সুরমা উপজেলা
- বিশ্বনাথ উপজেলা
- বালাগঞ্জ উপজেলা
- গোলাপগঞ্জ উপজেলা
- বিয়ানীবাজার উপজেলা
- জকিগঞ্জ উপজেলা
- ফেঞ্চুগঞ্জ উপজেলা
- ওসমানীনগর উপজেলা[১]
অন্যান্য তথ্য
সম্পাদনা- মোট আয়তন: ১৭৩২ বর্গকিলোমিটার
- সমিতির এলাকা সংখ্যা: ৭টি
- উপকেন্দ্রেরসংখ্যা: ২৬টি
- এরিয়া অফিস: ১টি
- সিস্টেম লস: ৯.৫২%[১]