সিরাতুল মুস্তফা (সাঃ) আস-সহিহাহ আলা মানহাজুল মুহাদ্দিসীন

সিরাতুল মুস্তফা (সা:) সহীহাহ আলা মানহাজুল মুহাদ্দিসীন (আরবি:سيرة المصطفى صلى الله عليه وسلم الصحيحة على منهج المحدِّثين, হাদিস বিশারদদের পদ্ধতি অনুসারে নবী মুস্তফার প্রামাণিক জীবনী)[১] হলো জিয়াউর রহমান আজমী রচিত ২০১৫ সালে প্রকাশিত একটি সীরাত গ্রন্থ যা মুহাদ্দিসদের হাদিসশাস্ত্রের ধারা অনুসরণ করে রচনা করা হয়েছে।[২] কুয়েতের পবিত্র কোরআনের মুদ্রণ ও প্রকাশনা সাধারণ কর্তৃপক্ষ কর্তৃক ২০২৩ খ্রিস্টাব্দে ২ খণ্ডে পূণঃপ্রকাশিত হয়। এটি জিয়াউর রহমান আজমি রচিত সর্বশেষ গ্রন্থ। এই গ্রন্থটি তিনি মোহাম্মদ ইবনে ইসহাক ও মুসা ইবনে উকবার মতো হাদিসবিদদের ধারা অনুসরণ করে লিখেছেন, যেখানে তিনি সরাসরি বিভিন্ন ধরনের হাদিস গ্রন্থ থেকে প্রতিটি বর্ণনা ও ঘটনার উৎস উদ্ধৃত করেছেন এবং হাদিসের মানসহ হাদিসের তথ্যসূত্র উল্লেখ করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "تكملة مؤلفات الحديث الشريف (742) | الشيخ محمد خير رمضان يوسف - منتدى العلماء" (আরবি ভাষায়)। msf-online.com। ২১ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৪ 
  2. Abu Talha, Muhammad Yusuf, College of Arabic Language and Islamic Studies, Mansoura University (৩১ ডিসেম্বর ২০২৩)। "موسوعة الأحاديث الصحيحة المسماة بـ: "الجامع الكامل في الحديث الصحيح الشامل" للأعظمي (دراسة وصفية نقدية)" [Encyclopedia of Authentic Hadiths called: “The Complete Collection of Authentic and Comprehensive Hadiths” by Al-Azami (a descriptive and critical study)]। University of Sharjah Magazine For Sharia sciences and Islamic studies20 (4): 294–329। আইএসএসএন 2616-7166ডিওআই:10.36394/jsis.v20.i4.10। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৪