সিরাজ-খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতাল

সিরাজ-খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাসে অবস্থিত একটি হাসপাতাল। এটি ১০০ শয্যা ও ২৬টি কেবিন বিশিষ্ট একটি বৃহৎ বেসরকারি হাসপাতাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ১৩ মার্চ সিরাজ-খালেদা ট্রাস্ট কর্তৃক নির্মিত এই হাসপাতালটির উদ্বোধন করেন।

ইতিহাস সম্পাদনা

ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড, ক্যান্টনমেন্ট আইন ২০১৮-এর ধারা ৯৬ (ঙ)-এর বিধান অনুযায়ী সেনানিবাসে বসবাসরত বেসামরিক নাগরিকদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য এই হাসপাতালটি পরিচালনা করে। কোভিড-১৯ মহামারী চলাকালীন সামিট কর্পোরেশন লিমিটেড এবং এর অংশীদাররা হাসপাতালটিকে হাই-ফ্লো ন্যাসাল অক্সিজেন সরঞ্জামসহ একটি অ্যাম্বুলেন্স দান করে।[১]

হাসপাতালটি লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল করিম খান এবং জনাবা খালেদা করিম খানের নামে নামকরণ করা হয়। তাদের সন্তানরা একটি ট্রাস্ট প্রতিষ্ঠার মাধ্যমে হাসপাতালটি নির্মাণ করে।

তথ্যসূত্র সম্পাদনা