সিপ্রিয়ান ম্যানোলেস্কু

রোমানীয় গণিতবিদ

সিপ্রিয়ান ম্যানোলেস্কু একজন রোমানিয়ান গণিতবিদ। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস এর গণিতের অধ্যাপক।

সিপ্রিয়ান ম্যানোলেস্কু
জন্ম (1978-12-24) ২৪ ডিসেম্বর ১৯৭৮ (বয়স ৪৫)
জাতীয়তারোমানিয়া
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পুরস্কারইএমএস প্রাইজ (২০১২)
মর্গান প্রাইজ (২০০২)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগণিত
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস
ডক্টরাল উপদেষ্টাPeter B. Kronheimer
ডক্টরেট শিক্ষার্থীEamonn Tweedy
Tye Lidman

সিপ্রিয়ান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গণিতে ২০০১ সালে সুম্মা কাম লড সহ ব্যাচেলর অব আর্টস এবং ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত কলাম্বিয়া ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৮ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস এ সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এ তিনটি পারফেক্ট স্কোর করা একমাত্র প্রতিযোগী। [১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৬ আগস্ট ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪