সিনেমা প্যালেস
চট্টগ্রামের প্রেক্ষাগৃহ
সিনেমা প্যালেস বাংলাদেশের চট্টগ্রাম শহরের প্রাচীন প্রেক্ষাগৃহ।[৩]
প্রাক্তন নাম | থিয়েটার হল |
---|---|
ঠিকানা | চট্টগ্রাম বাংলাদেশ |
অবস্থান | কে সি দে সড়ক |
স্থানাঙ্ক | ২২°২০′১৭″ উত্তর ৯১°৫০′০৯″ পূর্ব / ২২.৩৩৭৯২৯৭° উত্তর ৯১.৮৩৫৭৬৮২° পূর্ব |
মালিক | আবুল হোসেন[১] |
ধারা | প্রেক্ষাগৃহ |
নির্মাণ | |
নির্মিত | ১৯৪৩ |
বন্ধ | ২০২৩[২] |
কার্যকাল | ১৯৪০-২০২৩ |
ইতিহাস
সম্পাদনাস্বাধীনতা-পূর্ব ১৯২৮ সালে চট্টগ্রামের কে সি দে সড়কে থিয়েটার হল হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে প্রেক্ষাগৃহে রূপান্তরিত হয় সিনেমা প্যালেস। ১৯৪৩ সালে থিয়েটার হল থেকে সিনেমা প্যালেস প্রেক্ষাগৃহে রুপান্তরিত করা হয়।[২][৪] ২০২৩ সালের সেপ্টেম্বরে ঝুঁকিপূর্ণ ভবনের কারণে সিনেমা প্যালেস বন্ধের ঘোষণা করা হয়।[২][৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সিনেমা হল শূন্য হচ্ছে চট্টগ্রাম, বাঁচার লড়াইয়ে 'ঝুমুর'-'সিনেমা প্যালেস'"। সিভয়েস২৪। ৩ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩।
- ↑ ক খ গ "সিনেমা প্যালেস বন্ধের নির্দেশ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১০ সেপ্টেম্বর ২০২৩। ১৩ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩।
- ↑ আকবর, জাহিদ (৫ ডিসেম্বর ২০২২)। "The state of cinema halls in Chattogram"। দ্য ডেইলি স্টার। ১ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩।
- ↑ খালেদ, মোহাম্মদ, সম্পাদক (নভেম্বর ১৯৯৫)। "প্রেক্ষাগৃহ"। সংস্কৃতি। হাজার বছরের চট্টগ্রাম (৩৫ বর্ষপূর্তি বিশেষ সংখ্যা)। চট্টগ্রাম: এম এ মালেক।
- ↑ সিনিয়র করেসপন্ডেন্ট (১০ সেপ্টেম্বর ২০১৩)। "সিনেমা প্যালেস বন্ধের নির্দেশ দিল চসিক"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩।