সিদ্ধার্থ চট্টোপাধ্যায়
ভারতীয় অভিনেতা এবং রেস্তোরাঁ মালিক
সিদ্ধার্থ চট্টোপাধ্যায় হলেন একজন বাঙালি অভিনেতা, তবে তাকে খুব বেশি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি। তিনি ১৯৭৪ সালের সত্যজিৎ রায়ের সোনার কেল্লা চলচ্চিত্রে তোপশের চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।[১]
ব্সিদ্ধার্থ চট্টোপাধ্যায় | |
---|---|
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
উল্লেখযোগ্য কর্ম | সোনার কেল্লা |
চলচ্চিত্রসম্পাদনা
- সোনার কেল্লা (১৯৭৪)
- জয় বাবা ফেলুনাথ (১৯৭৯)
- হিটলিস্ট (২০০৯)
- পাগলা বাঙালি (২০০৯)
- আমার আপনজন ২০১৭
- পোস্তো (২০১৭)
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Rajadhyaksha, Ashish (১৯৯৯)। Encyclopaedia of Indian cinema। Internet Archive। London : British Film Institute। আইএসবিএন 978-0-85170-669-6।