সিদ্ধবনহল্লি কৃষ্ণ শর্মা

সিদ্ধবনহল্লি কৃষ্ণ শর্মা (৪ জুলাই ১৯০৪ - ১৪ অক্টোবর ১৯৭৩) ছিলেন একজন বিশিষ্ট লেখক, অনুবাদক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সমাজকর্মী এবং শিক্ষাবিদ। [১] তিনি চিত্রদুর্গার নিকটবর্তী দোদ্দসিদ্ধবনহল্লি গ্রামে জন্মগ্রহণ করেন, রাঙ্গাচর ও শেশম্মার তৃতীয় সন্তান। তার সারা জীবন, তিনি স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন, প্রথমে হায়দ্রাবাদে এবং পরে ব্যাঙ্গালোরে। ভূদান আন্দোলনের মতো স্বাধীনতার অনেক কর্মকাণ্ড ও সামাজিক আন্দোলনের সঙ্গে তার পরিচয় ছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Who's who of Indian writers, 1999 (End-century সংস্করণ)। Sahitya Akademi। ১৯৯৯। পৃষ্ঠা 582। আইএসবিএন 978-8126008735