সিদ্দিকা ফাতিমা জাহরা মসজিদ

কুয়েতের মসজিদ

সিদ্দিকা ফাতিমা জাহরা মসজিদ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আব্দুল্লাহ মুবারকের কাছাকাছি অবস্থিত একটি মসজিদ

সিদ্দিকা ফাতিমা জাহরা মসজিদ
صديقة فاطمة الزهراء في موسكو
অবস্থান
অবস্থানকুয়েত
স্থাপত্য
ভূমি খননফেব্রুয়ারি ২০০৮
সম্পূর্ণ হয়জুন ২০১১
বিনির্দেশ
ধারণক্ষমতা৪০০০ জন
গম্বুজসমূহ
গম্বুজের উচ্চতা (বাহিরে)২২ মিটার
মিনার
মিনারের উচ্চতা৪২ মিটার
স্থানের এলাকা৩,২০০ মি

অন্যান্য তথ্য সম্পাদনা

 
সিদ্দিকা ফাতিমা জহরা মসজিদ

মসজিদের কাছে একটি গ্রন্থাগার, একটি সম্প্রদায় কেন্দ্র এবং মহিলাদের জন্য পৃথক সম্প্রদায় কেন্দ্র রয়েছে; এছাড়াও একটি দেওয়ানিয়া রয়েছে। একই সাথে এখানে এমন উদ্যান রয়েছে, যেখানে প্রায় ১,০০০ গাড়ি রাখা যেতে পারে। শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদটির শৈলীতে তাজমহলের মতো করে নকশা করা হয়েছিল।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kuwait's new mosque is more than a nod to the Taj Mahal"The National World (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা