সিতা কাশেমী

আফগান গায়িকা

সিতা কাশেমী (পশতু: سیتا قاسمي, ফার্সি: سيتا قاسمى‎) একজন আফগান গায়িকা, গীতিকার ও সুরকার। জন্ম ৬ এপ্রিল ১৯৮৩ সনে আফগানিস্তানের কাবুলে। ২০০৮ সনে আফগানিস্থানের সঙ্গীত জগতে প্রবেশ করেন। তিনি পশতু ও দারি ভাষায় গান গাইতে পারেন।

সিতা কাশেমী
سیتا قاسمي[১]
জন্ম (1983-04-06) ৬ এপ্রিল ১৯৮৩ (বয়স ৪১)
কাবুল, আফগানিস্তান
ধরনপপ, আফগান লোককাহিনী সঙ্গীত
পেশাগায়ক, গীতিকার, সুরকার
কার্যকাল২০০৮–বর্তমান
ওয়েবসাইটসীতার গানগুলি

প্রথম জীবন সম্পাদনা

ছোট বেলা থেকেই সিতা কাশেমী একজন বিখ্যাত গায়িকা হতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত, আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। সে সময়ে সিতার পরিবার তাকে নিয়ে পাকিস্থানে চলে যান। এবং একজন বয়স্ক ব্যক্তিকে বিয়ের করার আগপর্যন্ত তিনি সেখানেই ছিলেন। তার প্রথম বিবাহে তিনি অনেক কষ্ট ভোগ করেছেন যখন কিছুদিন পর তিনি জানতে পারেন তিনি তার স্বামীর প্রথম স্ত্রী নন। এতে তিনি মানসিকভাবে ভেঙ্গে পরেন। সিতা এই অবমাননাকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তার স্বামিকে তালাক দেন। তার দুইটি সন্তান রয়েছে,তারা উভই জার্মানিতে থাকেন।

পেশা সম্পাদনা

সিতার সঙ্গীত জীবন শুরু হয় বিভিন্ন ছোট অনুষ্ঠানে প্রখ্যাত শিল্পিদের(জাওয়াদ শরীফ) গান গেয়ে। ঠিক এমনি এক অনুষ্ঠানে সিতার সাথে পরিচয় হয় ভ্যালি হেজাজি নামের এক ক্যামেরা ম্যানের সাথে, যিনি এখনো একজন ক্যামেরাম্যান। ভিলি সিতাকে জিজ্ঞেস করেছিলেন সে তার সাথে একযোগে কাজ করতে আগ্রহী কিনা। সীতা রাজি হন এবং রচনা করেন,'বিয়া তু' এবং 'দিলবারে মেহেরবান' নামক গানগুলি এবং তা পরিবেশনও করেন। এর পর তিনি 'বা তাসউইরাম' নামের একটা একক গান করেন।

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Saeed Atlas🇦🇫🇩🇪 (@1atls) • Instagram photos and videos"www.Instagram.com। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৯