সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয়

সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয় বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সিংগাইর শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়। এটি মানিকগঞ্জ জেলার, সিঙ্গাইর উপজেলার সিঙ্গাইর পৌরসভার সন্নিকটে সিংগাইর শহরে অবস্থিত। এটি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত। স্কুলটিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষা দেয়া হয় যেখানে মেয়েরা প্রভাতি ও ছেলেরা দিবা শাখায় অধ্যায়ন করে। এস এস সি পরীক্ষার ফলাফলের দিক দিয়ে, এই স্কুলটি বেশ কয়েক বছর ধরে ঢাকা শিক্ষা বোর্ডে সেরা দশের মধ্যে অবস্থান করছে। স্কুলটিতে প্রায় ৫১০০ শিক্ষার্থী অধ্যয়ন করে।

সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয়
 
ঠিকানা
সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয়

মানিকগঞ্জ

,
১৮২০

তথ্য
নীতিবাক্যপ্রভু জ্ঞান দাও
প্রতিষ্ঠাকাল১৯৪০
প্রতিষ্ঠাতা[১]
বিদ্যালয় কোড 
কর্মকর্তা২০
শিক্ষকমণ্ডলী৪০
শ্রেণী৬ষ্ঠ - ১০ম
বয়সসীমা১১-১৮
শিক্ষার্থী সংখ্যা৫১০০
ভাষাবাংলা
ক্যাম্পাসশহর
শিক্ষায়তন 
ক্যাম্পাসের ধরন 
রং         
সাদা ও কালো
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট।
ডাকনামSPHS
শিক্ষা বোর্ডঢাকা শিক্ষা বোর্ড

তথ্যসূত্র সম্পাদনা