সিএসবি নিউজ
বাংলাদেশের টেলিভিশন চ্যানেল
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
ক্রোনাস স্যাটেলাইট ব্রডকাস্ট, সংক্ষেপে সিএসবি নিউজ, (ইংরেজি: Chronus Satellite Broadcast, CSB News) বাংলাদেশের সংবাদ বিষয়ক প্রথম চ্যানেল। এই চ্যানেলটির মালিক ফোকাস মাল্টিমিডিয়া কোম্পানী। সিএসবি নিউজ পরীক্ষামূলক ভাবে সম্প্রচার শুরু করে ২৪শে মার্চ ২০০৭ সালে, এবং বাণিজ্যিকভাবে সম্প্রচারে আসে একই বছরের ৯ই এপ্রিলে।
![]() | |
পাবলিক সম্প্রচার | |
শিল্প | গণমাধ্যম, সংবাদ সংগ্রহ ও প্রচার |
প্রতিষ্ঠাকাল | ২৪ মার্চ ২০০৭ |
সদরদপ্তর | সৈয়দ গ্রান্ড সেন্টার, উত্তরা, ঢাকা, বাংলাদেশ |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
মূল প্রতিষ্ঠান | ফোকাস মাল্টিমিডিয়া |
ওয়েবসাইট | সিএসবি নিউজ |
২০০৭ সালের ৬ই সেপ্টেম্বরে বিটিআরসি তৎকালীন সরকারের বিরুদ্ধে টকশো, সংবাদ প্রচারের অভিযোগ তুলে চ্যানেলটি বন্ধ করে দেয়।