সিএসবি নিউজ

বাংলাদেশের টেলিভিশন চ্যানেল

ক্রোনাস স্যাটেলাইট ব্রডকাস্ট, সংক্ষেপে সিএসবি নিউজ, (ইংরেজি: Chronus Satellite Broadcast, CSB News) বাংলাদেশের সংবাদ বিষয়ক প্রথম চ্যানেল। এই চ্যানেলটির মালিক ফোকাস মাল্টিমিডিয়া কোম্পানী। সিএসবি নিউজ পরীক্ষামূলক ভাবে সম্প্রচার শুরু করে ২৪শে মার্চ ২০০৭ সালে, এবং বাণিজ্যিকভাবে সম্প্রচারে আসে একই বছরের ৯ এপ্রিলে।

ক্রোনাস স্যাটেলাইট ব্রডকাস্ট, সিএসবি নিউজ
ধরনপাবলিক সম্প্রচার
শিল্পগণমাধ্যম, সংবাদ সংগ্রহ ও প্রচার
প্রতিষ্ঠাকাল২৪ মার্চ ২০০৭; ১৭ বছর আগে (2007-03-24)
সদরদপ্তর
সৈয়দ গ্রান্ড সেন্টার, উত্তরা, ঢাকা
,
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
মাতৃ-প্রতিষ্ঠানফোকাস মাল্টিমিডিয়া
ওয়েবসাইটসিএসবি নিউজ

২০০৭ সালের ৬ই সেপ্টেম্বরে বিটিআরসি তৎকালীন সরকারের বিরুদ্ধে টকশো, সংবাদ প্রচারের অভিযোগ তুলে চ্যানেলটি বন্ধ করে দেয়।[]

ইতিহাস

সম্পাদনা

সালাউদ্দিন কাদের চৌধুরী মালিকানাধীন একটি পূর্ণাঙ্গ টিভি চ্যানেল৷ ২০০৬ সালে প্রতিষ্ঠা হয়। যা তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে তাদের কথা মত সংবাদ প্রকাশ না করায় তা বন্ধ করে দেয়, সেই সময় থেকে চ্যানেল টি বন্ধ রয়েছে৷ ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় সিএসবির সংবাদ ও বিনোদনমূলক সব ধরনের অনুষ্ঠানের সম্প্রচারে অনাপত্তি বাতিল করে তথ্য মন্ত্রণালয় চিঠি দেয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনও দুটি চিঠি দেয়। ২০০৮ সালে সরকারি দুই সংস্থার তিনটি চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের চৌধুরী ফাইয়াজ। প্রাথমিক শুনানি নিয়ে ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিলেও কোনো শুনানি না হওয়ায় চ্যানেলটির সম্প্রচার কার্যক্রম বন্ধ থাকে।[][]

২৩ সেপ্টেম্বর ২০২৪ সালে সম্প্রচার বাতিল করে ২০০৭ সালে তৎকালীন সরকারের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের চৌধুরী ফাইয়াজের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ জারি করেন। ফলে চ্যানেলটির সম্প্রচারে বাধা উঠে যায়। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ"বিবিসি বাংলা। ২০১০-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০২১-১২-১২ 
  2. "সিএসবি টেলিভিশন সম্প্রচারে বাধা নেই: হাইকোর্ট"দৈনিক যুগান্তর। ২৩ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৪ 
  3. "সিএসবি টেলিভিশন সম্প্রচারে বাধা নেই: হাইকোর্ট"সময় টিভি। ২৩ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৪ 
  4. প্রতিবেদক, নিজস্ব (২০২৪-০৯-২৪)। "সম্প্রচার বাতিলের চিঠি স্থগিত, সিএসবি নিউজ সম্প্রচারে বাধা নেই"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-৩০ 

বহিঃসংযোগ

সম্পাদনা