সালাহুদ্দিনের রাজপ্রাসাদ

সালাহুদ্দিনের রাজপ্রাসাদ (আরবি: قلعة صلاح الدين‎‎, ক্বালাত সালাহুদ্দিন), সিটাডেল অভ সালাদিন, সাহিয়ুন ইত্যাদি নামেও পরিচিত, হচ্ছে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত মধ্যযুগীয় রাজপ্রাসাদ। এটা আল হাফফাহ এর ৭ কিলোমিটার উত্তরে এবং লাটাকিয়া শহরের ৩০ কিলোমিটার পূর্বে একটা উচু পাহাড়ে অবস্থিত। কমপক্ষে ১০ শতকের মধ্যভাগ থেকে সুরক্ষিত দুর্গ হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে চারপাশে ঘন জঙ্গল।

সালাহুদ্দিনের কেল্লা
قلعة صلاح الدين
হাফফার কাছে, লাতাকিয়া প্রদেশ,  সিরিয়া
সালাহুদ্দিনের কেল্লা সিরিয়া-এ অবস্থিত
সালাহুদ্দিনের কেল্লা
সালাহুদ্দিনের কেল্লা
স্থানাঙ্ক৩৫°৩৫′৪৫″ উত্তর ৩৬°০৩′২৬″ পূর্ব / ৩৫.৫৯৫৮৩৩° উত্তর ৩৬.০৫৭২২২° পূর্ব / 35.595833; 36.057222
ধরনCastle
সাইটের তথ্য
জনসাধারনের জন্য উন্মুক্তহ্যাঁ
অবস্থাআংশিক বিধ্বস্ত
সাইটের ইতিহাস
উপকরণচুনাপাথর
ধরনসাংস্কৃতিক
মানকii, vi
অন্তর্ভুক্তির তারিখ২০০৬ (30th session)
Part ofক্র্যাক অফ দ্য নাইটস এবং ক্বালাত সালাহ আল দিন
রেফারেন্স নং1229
State Party সিরিয়া
Regionআরব অঞ্চল

অবস্থান ও নামকরণ সম্পাদনা

রাজপ্রাসাদ টি সিরিয়ার উপকূলীয় পর্বতমালায় অবস্থিত। লাটাকিয়া শহর থেকে উত্তর পূর্বে[১] আল হাফফাহ শহরের কাছেই প্রাসাদটি অবস্থিত।[১] শহরটির ঐতিহ্যবাহী নাম "সাহয়ুন" যা জায়নের আরবি সমার্থক শব্দ। ঐতিহাসিক হুঘ এন. কেনেডি এর রাজনৈতিক সঠিক নামকরণ করেন "ক্বালাত আল সালাদিন" অর্থাৎ সালাউদ্দিনের রাজপ্রাসাদ।[২] বাইজান্টাইন সম্রাটগণ একে "সাইগন" এবং তাদের ফ্রাংকিশ উত্তরসূরিগণ একে সায়োন বলতো।[১]

ইতিহাস সম্পাদনা

 
১১৯০ সালের লেভান্ত, লাল ক্রস দিয়ে ক্রুসেডার রাজ্য চিহ্নিত করা
 
ক্বালাত সালাহ আল দিন

দশম শতকের মধ্যভাগে স্থানটি ব্যবহৃত হতো এবং এর প্রথম জানা বসবাসকারী আলেপ্পো ভিত্তিক হামদানিদ আমির সায়েফ আল দৌলা।[৩] বাইজান্টাইন সম্রাট জন ১ম জিমিসকেস ৯৭৫ সালে সাহয়ুনকে হামদানিদ শাসকের কাছ থেকে দখল করে নেন। ১১০৮ সাল পর্যন্ত এটা বাইজান্টাইনদের নিয়ন্ত্রণে ছিলো। এরপর ক্রুসেডারগণ লাটাকিয়ার পাশাপাশি এটার নিয়ন্ত্রণ ভার নিয়ে নেয়।[৪] প্রথম ক্রুসেডের পরে প্রতিষ্ঠিত চার ক্রুসেড রাজ্যের একটি এন্টিয়োখের অংশ ছিলো এটি। এন্টিয়োখের মধ্যে সাহয়ুনের অধিপতি ছিলেন সব থেকে ক্ষমতাধর ব্যক্তি। সাহয়ুনের প্রথম লর্ড ছিলেন সম্ভবত রবার্ট দ্যা লিপার যিনি ১১১৯ সাল পর্যন্ত নিয়ন্ত্রণ করেন। ১১৮৮ সাল পর্যন্ত সাহয়ুন রবার্টের পরিবারের অধীনেই ছিলো। সম্ভবত রবার্ট বা তার পুত্র উইলিয়াম পূর্ববর্তী বাইজান্টাইন দুর্গের পাশে ক্রুসেডার ক্যাসল নির্মাণ করেন। আজকের দিনে টিকে থাকা সব নিদর্শন সেসময়েই তৈরি করা।

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Morray 1995, পৃ. 850
  2. Kennedy 1994, পৃ. 84–85
  3. Morray 1995, পৃ. 851
  4. Kennedy 1994, পৃ. 85

বই সম্পাদনা

  • Folda, Jaroslav (২০০৫), Crusader Art in the Holy Land: From the Third Crusade to the Fall of Acre, 1187–1291, Cambridge: Cambridge University Press, আইএসবিএন 978-0-521-83583-1 
  • Kennedy, Hugh (১৯৯৪), Crusader Castles, Cambridge: Cambridge University Press, আইএসবিএন 0-521-42068-7 
  • Molin, Kristian (২০০১), Unknown Crusader Castles, London: Continuum, আইএসবিএন 978-1-85285-261-0 
  • Morray, D. W. (১৯৯৫), "Ṣahyūn", Bosworth, C.E.; van Donzel, E.; Heinrichs, W. P.; Pellat, Ch., The Encyclopedia of Islam, New Edition, Volume VIII: Ned–Sam, Leiden and New York: BRILL, পৃষ্ঠা 850–851, আইএসবিএন 90-04-09834-8 

বহি:সংযোগ সম্পাদনা