৫ম এবং ১৫শ শতাব্দীর মধ্যে গ্রীক ও ল্যাটিন লেখায় 'সারাসেন' (/ˈsærəsən/ SARR-ə-sən) শব্দটি ব্যবহৃত হতো। এটি দিয়ে সেসব লোকদের বোঝানো হতো, যারা রোমানদের বর্ণনায় আরবিয়া পেট্রিয়া এবং আরবিয়া ডেসার্টা -র কাছাকাছি বা ভেতরে বসবাস করতো।[১][২][৩] এই শব্দটির অর্থ সময়ের সাথে বিবর্তিত হয়েছে। প্রাথমিক মধ্যযুগে, শব্দটি আরবের উপজাতিদের সাথে যুক্ত হয়ে যায়।[৪]

১৫ শতকের শেষের দিকের জার্মান কাঠের খোদাই যা সারাসিনদের চিত্রিত করে।

ইসলামের সাথে সম্পর্কিত "সারাসেন" শব্দটির প্রাচীনতম জানা উৎসটি ৭ম শতাব্দীর একটি গ্রীক-ভাষার খ্রিস্টান গ্রন্থ ডকট্রিনা জ্যাকোবিতে পাওয়া যায়। অন্যান্য বড় ঘটনার মধ্যে, এই গ্রন্থটিতে লেভান্টের মুসলিম বিজয় নিয়ে আলোচনা করা হয়েছে। ইসলামের নবী মুহাম্মদের মৃত্যুর পর রাশিদুন খিলাফতের উত্থানের পরে এই বিজয় সংঘটিত হয়েছিল। রোমান ক্যাথলিক চার্চ এবং ইউরোপীয় খ্রিস্টান নেতারা মধ্যযুগে মুসলমানদের উল্লেখ করতে এই শব্দটি ব্যবহার করতেন।

১২শ শতাব্দীর মধ্যে "সারাসেন" এর বিভিন্ন সংজ্ঞা তৈরি হয়েছিল। এসব সংজ্ঞায় ইসলাম, নিকট প্রাচ্য এবং আব্বাসীয় খিলাফতের সাথে যুক্ত জনগণ ও সংস্কৃতিকে সাধারণভাবে একত্রে বোঝানো হতো। শব্দটির অর্থের এই সম্প্রসারণ কয়েক শতাব্দী আগে বাইজেন্টাইন গ্রীকদের মধ্যে শুরু হয়েছিল। ৮ম শতাব্দীর নথিপত্রে "সারাসেন" কে "মুসলিম" এর সমার্থক হিসেবে ব্যবহারের প্রমাণ থেকে এটি জানা যায়। ষোড়শ শতাব্দীর আগে, পশ্চিমা ভাষায় সাধারণত মুসলমানদের বোঝাতে "সারাসেন" শব্দটি ব্যবহৃত হত। কিছু বিচ্ছিন্ন ব্যতিক্রম ছাড়া "মুসলিম" এবং "ইসলাম" শব্দগুলি তখন সাধারণভাবে ব্যবহৃত হতো না। আবিষ্কারের যুগের পর "মুসলিম" শব্দটির পক্ষে ক্রমেই "সারাসেন" শব্দটি অপ্রচলিত হয়ে যায়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Daniel 1979, পৃ. 53।
  2. Retsö 2003, পৃ. 505।
  3. Retsö 2003, পৃ. 506।
  4. "Saracen"Britannica Concise EncyclopediaCambridge University Press। ২০১২। ১৬ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১২