দুই ধরনের সারাইকি সালোয়ার স্যুট রয়েছে যা পাকিস্তানের পাঞ্জাবের দক্ষিণাঞ্চলে উৎপন্ন হয়। এগুলো হল বাহাওয়ালপুরি সালোয়ার এবং মুলতানি সালোয়ার। ওই এলাকার দুটি প্রধান স্যুট।

বাহাওয়ালপুরি সালোয়ার স্যুট সম্পাদনা

বাহাওয়ালপুরি সালোয়ারের উৎপত্তি পাকিস্তানের পাঞ্জাবের বাহাওয়ালপুর অঞ্চল থেকে।[১] বাহাওয়ালপুরি সালোয়ারটি প্রশস্ত ও দীর্ঘ ভাঁজ সহ ঢিলেঢালা।[২][৩]

বাহাওয়ালপুরি সালোয়ার বাহাওয়ালপুরের রাজপরিবারের পুরুষরা পরতেন। রাজকীয় পুরুষরা রেশমের তৈরি,[৪] সোনালি নকশায় সূচিকৃত কোট সহ সালোয়ার পরিধান করতেন। বাহাওয়ালপুরি সালোয়ার ও সুথানের জন্য ঐতিহ্যগতভাবে ব্যবহৃত উপাদানটি সুফি নামে পরিচিত যা রেশমের তাঁত এবং সোনার সুতোর সাথে মিশ্রিত সুতির মিশ্রণ।[৫] এই ধরনের মিশ্র কাপড়ের অপর নাম সুজা খানি।[৬]

বাহাওয়ালপুর শৈলীর কামিজ, পাঞ্জাবি কুর্তা বা চোলার সাথে বাহাওয়ালপুরি সালোয়ার পরিধান করা হয়।[৭] বাহাওয়ালপুর কামিজে রয়েছে স্থানীয় রঙ্গিন বস্ত্র ও সূচিকৃত নকশা। পাঞ্জাব অঞ্চলের চোলিস্তান মরুভূমি এলাকায় বাঁধানি টাই-ডাইং জনপ্রিয়।[৮] খ্রিস্টীয় বিংশ শতাব্দীর শুরুর দিকে পুরুষদের বুক ও পেট উন্মুক্ত রেখে আঙ্গারখা পরিধান করা প্রথাগত ছিল, যা স্থানীয়ভাবে চোল নামে পরিচিত ছিল।[৯]

মাথার কাপড়ের মধ্যে রয়েছে পুরুষদের জন্য পাগড়ি ও মহিলাদের জন্য হেডস্কার্ফ। অতীতে, বড় পাগড়ি পরা হত যেমন বাহাওয়ালপুরের পাগড়ির ধরন ৪০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।[১০] এখন বিভিন্ন নকশায় পাগড়ি ছোট হয়ে এসেছে। পাগড়ির নিচে কোলাহ নামে একটি টুপি পরা ঐতিহ্যবাহী। পুরুষরাও ঐতিহ্যগতভাবে তাদের কাঁধের উপর একটি মাফলার ছুড়ে দেয় যার পার্শ্বতে সূচিকর্ম করা হয়।[১১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. (Firm), Cosmo Publications (২০০০)। The Pakistan gazetteerআইএসবিএন 9788170208822 – books.google.co.uk-এর মাধ্যমে। 
  2. "Current Opinion"। Current Literature Publishing Company। নভেম্বর ২৬, ১৮৯৯ – Google Books-এর মাধ্যমে। 
  3. Prior, Katherine; Adamson, John (নভেম্বর ২৬, ২০০১)। Maharajas' Jewels। Mapin Pub.। আইএসবিএন 9788185822792 – Google Books-এর মাধ্যমে। 
  4. "Current Opinion"। Current Literature Publishing Company। নভেম্বর ২৬, ১৮৯৯ – Google Books-এর মাধ্যমে। 
  5. Extracts from the District & States Gazetteers of the Punjab, Pakistan, Volume 2 (1976)
  6. Publications (Firm), Cosmo (নভেম্বর ২৬, ২০০০)। The Pakistan gazetteer। Cosmo Publications। আইএসবিএন 9788170208822 – Google Books-এর মাধ্যমে। 
  7. "1998 District Census Report of [name of District].: Lodhran"। Population Census Organisation, Statistics Division, Government of Pakistan। নভেম্বর ২৬, ১৯৯৯ – Google Books-এর মাধ্যমে। 
  8. Askari, Nasreen; Arthur, Liz (নভেম্বর ২৬, ১৯৯৯)। Uncut Cloth। Merrell Holberton। আইএসবিএন 9781858940830 – Google Books-এর মাধ্যমে। 
  9. Dīn, Malik Muḥammad (নভেম্বর ২৬, ২০০১)। Bahawalpur State with Map 1904। Sang-e-Meel Publications। আইএসবিএন 9789693512366 – Google Books-এর মাধ্যমে। 
  10. Mohinder Singh Randhawa. (1960) Punjab: Itihas, Kala, Sahit, te Sabiachar aad.Bhasha Vibhag, Punjab, Patiala.
  11. ʻAlī, Shahāmat (নভেম্বর ২৬, ১৮৪৮)। "The History of Bahawalpur: With Notices of the Adjacent Countries of Sindh, Afghanistan, Multan, and the West of India"। James Madden – Google Books-এর মাধ্যমে। 
  12. The All-Pakistan Legal Decisions, Volume 36, Part 1 1984