সারবাখ পর্বত কানাডার আলবার্টা প্রদেশেব্যানফ জাতীয় উদ্যানে অবস্থিত মিস্টায়াহাউসে নদীর মধ্যবর্তি ৩,১৫৫ মিটার (১০,৩৫১ ফুট) একটি পর্বত। ভৌগোলিকভাবে পর্বতটি কানাডিয় রকিজের অংশ। ১৮৯৭ সালে পর্বতটিতে প্রথম আরোহণ করা হয়। সাসক্যাচুয়ান ক্রসিং-এর কাছে আইসফিল্ডস পার্কওয়েডেভিড থম্পসন মহাসড়কের মিলনস্থলে অবস্থিত।

সারবাখ পর্বত
মিস্টায়া গিরিখাত হতে সারবাখ পর্বত
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৩,১৫৫ মিটার (১০,৩৫১ ফুট) [১]
সুপ্রত্যক্ষতা৪১২ মিটার (১,৩৫২ ফুট) [১]
প্রধান শিখরকেফরেন পর্বত (৩২৭৪ মিটার)[১]
স্থানাঙ্ক৫১°৫৩′৩৪″ উত্তর ১১৬°৪৬′০৫″ পশ্চিম / ৫১.৮৯২৭৮° উত্তর ১১৬.৭৬৮০৬° পশ্চিম / 51.89278; -116.76806[২]
ভূগোল
অবস্থানআলবার্টা, কানাডা
মূল পরিসীমাঅয়াপুটিক পর্বতমালা
কানাডিয় রকিজ
টপো মানচিত্রএনটিএস ৮২এন/১৫ মিস্টায়া হ্রদ[২]
ভূতত্ত্ব
শিলার বয়সক্যাম্ব্রিয়ান
শিলার ধরনপাললিক শিলা
আরোহণ
প্রথম আরোহণ১৮৯৭ সালে, জন নরম্যান কলি, জি পি বেকারপিটার সারবাখ[১]
সহজ পথহামাগুড়ি দিয়ে আরোহণ[৩]

ইতিহাস সম্পাদনা

সারবাখ পর্বতের নাম সুইজারল্যান্ডের পর্বতারোহী ও পথ প্রদর্শক পিটার সারবাখের নামে রাখা হয়, যিনি ১৮৯৭ সালে জন নরম্যান কলি এবং জি পি বেকারকে নিয়ে সর্বপ্রথম এই পর্বতে আরোহণ করেছিলেন।[১]

ভূতত্ত্ব সম্পাদনা

ব্যানফ জাতীয় উদ্যানের অন্যান্য পর্বতের মত সারবাখ পর্বত মূলত প্রাক-ক্যাম্ব্রিয়ান থেকে জুরাসিক যুগের পাললিক শিলায় গঠিত।[৪] ল্যরামাইড অরোজেনি'র মত ভূতাত্ত্বিক ঘটনা চলাকালে অগভীর সমুদ্রের পাললিক শিলা ধাক্কা দিয়ে আরো পূর্ব দিকের অপেক্ষাকৃত নবীন শিলার উপর ঠেলে দিলে এপর্বতগুলির সৃষ্টি হয়।[৫] কউফম্যান চূড়ার সাথে সারবাখ পর্বতের দক্ষিণ-পূর্বে সার্কে একটি হিমবাহ আছে।

জলবায়ু সম্পাদনা

কোপেনের জলবায়ু শ্রেনীবিভাগ অনুযায়ী সারবাখ পর্বত, উত্তর মেরুর ঠিক দক্ষিণে অবস্থিত ঠান্ডা, তুষারাবৃত শীত মৌসুম এবং মৃদু গ্রীষ্মকালীন জলবায়ু অঞ্চলে অবস্থিত।[৬] এখানে তাপমাত্রা সাধারণত -২০° এবং শীতল বায়ূ প্রবাহ থাকলে -৩০° সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।[৬] সারবাখ পর্বতে বারিপাতে সৃষ্ঠ পানি বৃহৎ উত্তর সাসক্যাচুয়ান নদী'র দুই শাখা নদী মিস্টায়াহাউসে নদীর মাধ্যমে নিষ্কাশিত হয়।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mount Sarbach"Bivouac.com 
  2. "Mount Sarbach"Geographical Names Data Base. Natural Resources Canada। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৪ 
  3. Kane, Alan (১৯৯৯)। "Mount Sarbach"। Scrambles in the Canadian Rockies। Calgary: Rocky Mountain Books। পৃষ্ঠা 303-304। আইএসবিএন 0-921102-67-4 
  4. বেলিয়া, হেলেন আর. (১৯৬০)। দ্য স্টোরি অব দ্য মাউন্টেইন্স ইন দ্য ব্যানফ ন্যাশনাল পার্ক (পিডিএফ)পার্কস কানাডা হিস্টোরি ডট কম (প্রতিবেদন)। অটোয়া: জিওলজিকাল সার্ভে অব কানাডা। ২০১৫-১০-০২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৩ 
  5. Gadd, Ben (২০০৮)। Geology of the Rocky Mountains and Columbias 
  6. Peel, M. C.; Finlayson, B. L.; McMahon, T. A. (২০০৭)। "Updated world map of the Köppen−Geiger climate classification"। Hydrol. Earth Syst. Sci.11: 1633–1644। আইএসএসএন 1027-5606