সারন জেলা
বিহারের একটি জেলা
সারন জেলা (ইংরেজি: Saran District) হচ্ছে ভারতের বিহার রাজ্যের সাইত্রিশটি জেলার একটি। ছাপরা হচ্ছে এই জেলার সদরদপ্তর এবং জেলাটি ছাপরা জেলা হিসেবেও পরিচিত।
সারন জেলা सारण ज़िला | |
---|---|
বিহারের জেলা | |
বিহারে সারনের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | বিহার |
প্রশাসনিক বিভাগ | সারন |
সদরদপ্তর | ছাপরা |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | Saran, Maharajganj |
• বিধানসভা আসন | Ekma, Manjhi, Baniapur, Taraiya, Marhaura, Chapra, Garkha, Amnour, Parsa, Sonepur |
আয়তন | |
• মোট | ২,৬৪১ বর্গকিমি (১,০২০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৯,৪৩,০৯৮ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | 72.57 per cent |
• লিঙ্গানুপাত | 949 |
প্রধান মহাসড়ক | NH 28B, NH 85, NH 101, NH 102, NH 19 |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অর্থনীতি
সম্পাদনাবর্তমানে বিহারের ৩৬টি জেলার এটি হচ্ছে একটি জেলা যেটি পশ্চাৎপদ এলাকাগুলোর অনুদানকৃত ফাণ্ড প্রোগ্রাম বা Backward Regions Grant Fund Programme (BRGF) থেকে অর্থ পাচ্ছে।[১]
উৎপাদন
সম্পাদনাসপ্তদশ শতকে সারা বাঙলায় অনেক সোরার কারখানা ছিলো এবং ইংরেজ ডাচ ও পর্তুগিজদের একাধিক সোরার কারখানা ছিলো এই ছাপরা জেলায়।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Ministry of Panchayati Raj (সেপ্টেম্বর ৮, ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৭, ২০১১।
- ↑ বিনয় ঘোষ, বাদশাহী আমল, অরুণা প্রকাশনী, কলকাতা, বৈশাখ ১৪০২, পৃষ্ঠা ২০৫।