সারকোফানা

কীটপতঙ্গের গণ

সারকোফানা হল স্যাটারডেনিয়া পরিবারের মথের একটি গণ। ১৮৬২ সালে কাটেজান ফেল্ডার এদের প্রথম বর্ণনা করেন। [১] দুটি প্রজাতি এই গণের অন্তর্ভুক্ত।

সারকোফানা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: অ্যানিমালিয়া
পর্ব: আর্থ্রোপোডা
শ্রেণী: ইনসেক্টা
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: স্যাটারনিডেয়া
উপপরিবার: সারকোফ্যানিনা
গণ: সারকোফানা

প্রজাতি

সম্পাদনা
  • সারকোফানা ফ্রয়েনফেল্ডি ফেল্ডার,১৮৬২
  • সারকোফানা ভেনুস্টা (ওয়াকার, ১৮৫৬)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Rougerie, R.; Collective of iBOL Saturniidae expert taxonomists (২০০৯)। "Online list of valid and available names of the Saturniidae of the World"Lepidoptera Barcode of Life