সাফওয়ান

ইরাকে অবস্থিত একটি বসতি

সাফওয়ান ( আরবি: صفوان ) কুয়েতের সীমান্তে দক্ষিণ-পূর্ব ইরাকের একটি শহর। এটি ছিল ইরাকি বিমানবাহিনীর একটি ঘাঁটির সাইট। সাফওয়ান শহরটি এর প্রতিষ্ঠাতা সাফওয়ান বিন আসাল আল মুরাদী আল ইয়ামানী, মধ্যযুগে ইরাক বিজয়ে অংশ নেওয়া নবী মুহাম্মদের সহচর। তিনি প্রথমে নাজাফের উত্তর-পূর্বে কুফায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন তবে তার গোত্রের সাথে তিনি বসরার দক্ষিণে সাফওয়ানে চলে যান যারা পরবর্তীকালে এই নামে শহরটির নামকরণ করেছিলেন।

সাফওয়ান বসরার দক্ষিণে আজ জুবায়ের জেলার একটি অংশ এবং এর জনসংখ্যা ৭০,০০০ জন।

ইতিহাস সম্পাদনা

মুহাম্মদের যুগে সম্পাদনা

মুহাম্মদ সাফওয়ানকে সামরিক অভিযানের নির্দেশ দেন। কুর্জ ইবনে জাবির আল-ফিহরি মুসলমানদের কয়েকটি চরাঞ্চল গবাদি পশুকে জালিয়েছে বলে জানার পরে মুহাম্মদ এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন। এটি সরাসরি ইসলামিক পঞ্জিকার ২ হিজরিতে ওয়াদদান আক্রমণ করার পরে ঘটেছিল। অতঃপর মুহাম্মদ বদরের উপকণ্ঠে সাফওয়ান সহ ৭০ জন মুসলমানদেরকে কর্জকে ধাওয়া করার আদেশ করেছিলেন। কিন্তু কুরজ ইবনে জাবির আল-ফিহরি পালাতে সক্ষম হন।[১]

আরও দেখুন সম্পাদনা


তথ্যসূত্র সম্পাদনা

  1. Hawarey, Dr. Mosab (২০১০)। The Journey of Prophecy; Days of Peace and War (Arabic)। Islamic Book Trust। ২০১২-০৩-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। Note: Book contains a list of battles of Muhammad in Arabic, English translation available here