সাপ্তাহিক একতা

সাপ্তাহিক পত্রিকা

সাপ্তাহিক একতা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সাপ্তাহিক পত্রিকা।[১] ১৯৭০ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এর মুখপত্র হিসাবে আত্মপ্রকাশ করে। [২] এ সাপ্তাহিকটির এক সময় সম্পাদক ছিলেন বর্তমান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান[৩] পত্রিকাটি নিয়মিত প্রকাশনার ৫০ বছর অতিবাহিত করছে। [৪]

সাপ্তাহিক একতা
ধরনসাপ্তাহিক পত্রিকা
ফরম্যাটব্রডশিট ও অনলাইন সংস্করণ
মালিকবাংলাদেশের কমিউনিস্ট পার্টি
সম্পাদকঅধ্যাপক আফরোজান নাহার রাশেদা
প্রতিষ্ঠাকাল১৯৭০
ভাষাবাংলা, (শুধুমাত্র অনলাইন)
সদর দপ্তর২, কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টন, ঢাকা
ওয়েবসাইটweeklyekota.net

পত্রিকাটি বর্তমানে সম্পাদনা করেন অধ্যাপক আফরোজান নাহার রাশেদা। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'মাওলানা' দীনেশ দাশের বিদেশযাত্রা"banglanews24.com। ২০১২-০১-১৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২২ 
  2. "প্রিন্ট আর ডিজিটালের সমন্বয়ের মধ্যেই সংবাদপত্রের ভবিষ্যৎ নিহিত"প্রথম আলো। ১৩ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০ 
  3. "সংবাদপত্র ও রাজনীতিবিদ"কালের কন্ঠ। ১৩ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০ 
  4. "দুর্গাপুরে সাপ্তাহিক একতার ৫০ বছর পূর্তি পালন"ভোরের বার্তা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. প্রতিবেদক, নিজস্ব (২০১৫-০৮-০৫)। "সাপ্তাহিক 'একতা' সাধারণ মানুষেরই কণ্ঠস্বর"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২২