সান মারিনোর কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী)
সান মারিনোর কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) ছিল সান মারিনোর সাম্যবাদী দল। এই দলটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। দলটি ১৯৬৯ সালের সংসদীয় নির্বাচনে অংশ নেয় (১.২৪%), কিন্তু কোন আসনেই জয়লাভ করতে পারে নাই। দলটি ১৯৭৪ সালের সংসদীয় নির্বাচনে অংশ নেয় (০.৮%), কিন্তু কোন আসনেই জয়লাভ করতে পারে নাই।
দলটি ১৯৬৯ সালে সংসদীয় নির্বাচনে অংশ নিয়েছিল (১.২৪% ভোট পেয়েছিল) [১] এবং ১৯৭৪ সালে (০.৮%) ১২১ ভোট [২] পেয়েছিল। দুইটি নির্বাচনেই দলটি কোনও আসন জিততে ব্যর্থ হয়েছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "san marino"। ২০০১-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১০-২৫।
- ↑ Communist and Marxist Parties of the World, 2nd Edition 1990, p. 134